Nepal

IRCTC Nepal Trip: মধ্যবিত্তের নাগালের মধ্যে বিদেশ ভ্রমণের সুযোগ, নেপালের প্যাকেজ আনছে ‘আইআরসিটিসি’

ছ’দিন, পাঁচ রাতের এই ভ্রমণ শুরু হতে চলেছে ১৯ জুন থেকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মে ২০২২ ১৮:৫৯
Share:

কম খরচে নেপাল যেতে চান ছবি: সংগৃহীত

নেপাল ভ্রমণ আরও সহজ করতে নতুন একটি প্যাকেজ আনছে ‘ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম করপোরেশন’ (আইআরসিটিসি)। মধ্যবিত্তের নাগালের মধ্যে এই প্যাকেজে থাকছে আকাশ পথে নেপাল যাওয়া-আসা ও তিন তারার হোটেলে থাকার সুযোগ। ছ’দিন, পাঁচ রাতের এই ভ্রমণ শুরু হতে চলেছে ১৯ জুন থেকে।

Advertisement

কাঠমান্ডু ছবি: সংগৃহীত

আপাতত উত্তরপ্রদেশের চৌধুরী চরণ সিংহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেপালের কাঠমান্ডু পর্যন্ত এই পরিষেবা শুরু করতে চলেছে আইআরসিটিসি। প্যাকেজে থাকবে পশুপতিনাথের মন্দির, বৌদ্ধনাথ স্তূপ, দরবার চত্বর ও পোখরার মতো একাধিক জনপ্রিয় পর্যটনস্থল।

আইআরসিটিসি সূত্রে খবর, একা গেলে খরচ পড়বে ৪৮,৫০০ টাকা। কিন্তু দু'জন গেলে এই খরচ কমে হবে মাথা পিছু ৩৯,০০০ টাকা। একই ভাবে তিন জন একসঙ্গে গেলে আরও কমে যাবে মাথা পিছু খরচ। এতে খাওয়ার খরচও ধরা রয়েছে। সম্পূর্ণ ভারতীয় খাবারের বন্দোবস্ত থাকছে এই যাত্রায়। আইআরসিটিসি-র নিজস্ব ওয়েবসাইট কিংবা গোমতিনগরের অফিস থেকে এই প্যাকেজের জন্য নাম নথিভুক্ত করা যাবে বলে খবর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement