Tips for Plane Travel

বিমানে কি রান্না খাবার নিয়ে ওঠা যায়? কোন কোন খাবার সঙ্গে নিতে পারবেন আর কোনগুলি নয়?

আন্তর্জাতিক বিমানে খাবার নিয়ে ওঠাই যায়। বাড়ি থেকে স্ন্যাক্স নিয়ে যেতেই পারেন। তবে নিয়ম মানতে হবে। জেনে নিন কোন কোন খাবার নিয়ে বিমানে ওঠা যাবে, কোনগুলি নয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১৪:২৪
Share:

বিমানে কোন কোন খাবার নিয়ে উঠতে পারবেন? প্রতীকী ছবি।

হাতে সময় কম। তারই মধ্যে ঘুরতে যেতে হবে। যাতায়াতের সময় যদি কিছুটা সময় বাঁচানো যায়, সে উদ্দেশ্যে ট্রেন বা বাসের বদলে বিমানকেই বেছে নেন অনেকে। তবে যাঁরা নিয়মিত আকাশপথে যাতাযাত করেন, তাঁরা বিমানের চড়ার নিয়মকানুন সম্পর্কে অবহিত। কিন্তু যাঁরা খুব বেশি বিমানে চেপে ঘুরতে অভ্যস্ত নন, তাঁদের কিছু জিনিস মাথায় রাখা জরুরি। অনেকেই দ্বিধায় থাকেন যে বিমানে খাবার নিয়ে ওঠা যায় কি না। বিশেষ করে বাড়ি থেকে নিয়ে যাওয়া রান্না খাবার। তা হলে জেনে নিন, বিমানে কী ধরনের খাবার নিয়ে ওঠা যাবে আর কোনগুলি একেবারেই নেওয়া যাবে না।

Advertisement

আন্তর্জাতিক বিমানে খাবার নিয়ে ওঠাই যায়। বাড়ি থেকে স্ন্যাক্স নিয়ে যেতেই পারেন। তবে তা সবসময়ে জ়িপ-লক করা ব্যাগে নিতে হবে। চাটনি বা সস্ নিতে হলে ১০০ মিলি পাউচে নিতে হবে।

ড্রাই ফ্রুট্‌স, ফল, স্যালাডও নিতে পারেন সঙ্গে। তবে খাবার ঠিকমতো প্যাকেটে ভরে নিতে হবে।

Advertisement

গুজরাটি স্ন্যাক্স থেপলা, খাকড়া সঙ্গে নেওয়া যাবে। তবে অ্যালুমিনিয়ামের ফয়েলে মুড়ে নিতে হবে।

নোনতা যে কোনও স্ন্যাক্স যেমন নিমকি, চানাচুর, ভুজিয়া সঙ্গে রাখা যাবে। তবে জ়িপ-লক ব্যাগে ভরে নিতে হবে। চিনা বাদাম, প্রোটিন বার, বিস্কুট, কুকিজ়, চিপসও নেওয়া যাবে সঙ্গে।

শুনলে অবাক হবেন, বিমানে কিন্তু আপনি মুড়ি বা চিড়ে নিয়েও উঠতে পারেন। কেবলমাত্র প্যাকেজ়িং ঠিক হওয়া দরকার। তবে চেক ইন ব্যাগেজ’-এ শুকনো নারকেল রাখার নিয়ম নেই। নারকেলে তেলের মাত্রা বেশি থাকায় একে দাহ্য পদার্থ হিসাবে দেখা হয়। তাই বিমানে চড়ার সময় চেক ইন ব্যাগেজ’-এ নারকেল ভুলেও রাখবেন না।

স্যান্ডউইচ, পরোটা, ম্যাগি, নুডল্‌স-এ কোনও সমস্যা নেই তবে কিছু খাবার আপনি চেক ইন ব্যাগেজ’-এ রাখতে পারবেন না। যেমন, তেল, অ্যালকোহল আছে এমন সস্, এরোসল ক্যানে প্যাকেটজাত কোনও খাবার, ঘি, আচার, পান, পোস্তর মতো বেশ কিছু খাবার বিমানে নিয়ে যেতে পারবেন না আপনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement