Diwali 2024

দীপাবলিতে একা, তবুও খোশমেজাজে সামান্থা! শান্তির খোঁজে কোথায় গেলেন অভিনেত্রী?

একেবারে নিজের মতো করে একান্তে দীপাবলি উদ্‌যাপন করলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। দীপাবলি উপলক্ষে তাঁর ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন নায়িকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৪ ১১:৪৫
Share:

সামান্থার দীপাবলি উদ্‌‌যাপন। ছবি: ইনস্টাগ্রাম।

বাড়িতে আত্মীয়-পরিজন কিংবা বন্ধুবান্ধব নিয়ে নয়, একেবারে নিজের মতো করে একান্তে দীপাবলি উদ্‌যাপন করলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। দীপাবলি উপলক্ষে তাঁর ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন নায়িকা।

Advertisement

দীপাবলিতে কাজ থেকে ছুটি নিয়ে রাজস্থানে সময় কাটাচ্ছেন সামান্থা। এমন নিরিবিলি ঠিকানার ছবি দেখে তাঁর খোঁজ করছেন অনেকেই। রাজস্থানের এক রাজপরিপারের দুর্গে দীপাবলি কাটিয়েছেন তিনি। দেবীর পুজো থেকে ফুলের রঙ্গোলি, দুর্গের বিভিন্ন প্রান্তে ঘুরে ছবি তোলা থেকে প্রদীপ জ্বালানো— বাড়ির বাইরে থাকলেও দীপাবলি উদ্‌যাপনে কোনও কিছু বাদ দেননি সামান্থা। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘‘এ রকম একটা পরিবেশে এলে আপনি মানসিক ভাবে শান্তি পাবেন। চারপাশে এত ভালবাসা আর সম্মান দেওয়ার মানুষজন থাকলে আপনার প্রতিটা দিনই উৎসবের মতো মনে হবে।’’ এর পাশাপাশি, পোস্টে সব অনুরাগী ও বন্ধুবান্ধবকে দীপাবলির শুভেচ্ছাবার্তাও দিয়েছেন তিনি।

অনেকেই উৎসবের সময় শহুরে কোলাহলের মধ্যে থাকতে চান না। সে ক্ষেত্রে রাজস্থানের কোনও এক দুর্গে সামান্থার মতো সময় কাটাতে চলে যেতেই পারেন। কাছেই রণথম্ভোরের জঙ্গল, পশুপাখিপ্রেমী হলে ঘুরে দেখতে পারেন সেটাও।

Advertisement

দীপাবলিতে সামান্থার পরনে সোনালি রঙের হাতে বোনা লিনেন জড়ি টিস্যুর আরালিন ড্রেস, সঙ্গে সাদা ট্রাউজ়ার। দীপাবলি হলেও জমকালো সাজগোজ করেননি তিনি। ছিমছাম সাজেই দীপাবলিতে রঙিন মেজাজে ধরা দিয়েছেন সামান্থা। খোলা চুল, ‘সান কিসড মেকআপ লুক’ আর আর চোখেমুখে শান্তির ছোঁয়া, শহুরে কোলাহল থেকে এক নির্জন পরিবেশে খুশি মনেই ক্যামেরাবন্দি হলেন অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement