প্রতি বছর এই দিনে পালিত হয় বিশ্ব অ্যালজাইমার্স দিবস।কথাবার্তার খেই হারিয়ে ফেলা, বারবার একই কথা বলা, দুরত্ব বুঝতে অসুবিধে হওয়া, নাম, তারিখের মতো প্রয়োজনীয় জিনিষ ভুলে যাওয়া—স্মৃতিলোপের এই সব ঘটনা যদি নিয়মিত হতে থাকে তাকে বলে অ্যালজাইমার্স। এই অসুখে মস্তিষ্কের মধ্যে প্রোটিন জমে এমন কিছু বাধা তৈরি হয়, যাতে স্নায়ুকোষগুলির মধ্যে পারস্পরিক সংযোগ নষ্ট হয়ে যায়। কিছু রাসায়নিক যা স্নায়ুকোষের মধ্যে যোগাযোগ রাখতে সাহায্য করে তারও ঘাটতি দেখা যায়। সারা বিশ্বে প্রতি সেকেন্ডে ৬৮ জন লোক আক্রান্ত হয় এই রোগে।এই রোগ সারানো যায় না শুধু চিকিত্সায় এর অগ্রগতি কিছুটা কমিয়ে দেওয়া হয়।