Murder

‘ভাত খাবি আয়’, ডাক শুনে মথুরাপুরে মাকে ছুরি দিয়ে খুন মানসিক হাসপাতাল থেকে ফেরা ছেলের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত মহিলার নাম জাহানারা বিবি। অভিযোগ, শনিবার সন্ধ্য়ায় তাঁকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করেন তাঁর ছেলে রফিকুল গাজি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মে ২০২৩ ১৪:০১
Share:

মাকে খুনের অভিযোগ। প্রতীকী চিত্র।

সন্ধ্যায় ভাত নয়, রুটি খেতে চেয়েছিল ছেলে। তা না হওয়ায় মাকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করলেন সদ্য মানসিক হাসপাতাল থেকে ফেরা ছেলে। শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের কাটানদিঘি এলাকায়। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং অভিযুক্তকে আটক করেছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত মহিলার নাম জাহানারা বিবি। অভিযোগ শনিবার সন্ধ্য়ায় তাঁকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করেন তাঁর ছেলে রফিকুল গাজি। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, রফিকুল কিছু দিন আগে মানসিক হাসপাতাল থেকে ফিরেছিলেন। রফিক শেখ নামে এক প্রতিবেশীর বক্তব্য, ‘‘রফিকুল গতকাল সন্ধ্যায় রুটি খেতে চেয়েছিল। কিন্তু ওর মা ভাত বেড়ে ওকে ডাকে। সেই সময় দু’জনের মধ্যে অশান্তি শুরু হয়। ও মাকে মারধর করে। তার পর ছুরি দিয়ে কুপিয়ে খুন করেছে।’’

স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মথুরাপুর থানার পুলিশ। জাহানারা বিবিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মথুরাপুর গ্রামীণ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ডায়মন্ড হারবার পুলিশ মর্গে। এ নিয়ে মন্দিরবাজারের এসডিপিও বিশ্বজিৎ নস্কর বলেন, ‘‘একটি মানসিক হাসপাতালে ছেলেটির চিকিৎসা চলছিল। পুরো বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement