Instagram New Feature

দ্বিগুণ গতিতে দেখা যাবে রিল, এ বার টিকটকের ফিচার আনল ইনস্টাগ্রাম!

দ্বিগুণ গতিতে রিল দেখার সুবিধা দিতে নতুন একটি ফিচার এনেছে ইনস্টাগ্রাম। সংশ্লিষ্ট প্রযুক্তিটি টিকটকের থেকে অনুপ্রাণিত বলে মনে করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৫ ১৮:০৭
Share:

—প্রতীকী ছবি।

গ্রাহকদের মনোরঞ্জনের কথা মাথায় রেখে এ বার নতুন ফিচার আনল ইনস্টাগ্রাম। এতে দ্বিগুণ গতিতে দেখা যাবে রিল। শুধু তা-ই নয়, আগামী দিনে এই ফিচারের জন্য ইনস্টাগ্রামের রিলগুলি তিন মিনিট পর্যন্ত দীর্ঘ হতে পারে। কিন্তু, তা সত্ত্বেও দ্রুত রিল দেখার ক্ষেত্রে গ্রাহকদের কোনও সমস্যা হবে না বলে জানিয়েছে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম।

Advertisement

ইনস্টাগ্রামের এই ফিচারটি ইতিমধ্যেই টিকটকে রয়েছে। ফলে সেখান থেকে এটি অনুপ্রাণিত বলে সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে। ফিচারটিতে একটি রিমিক্স টুল রয়েছে। সুনির্দিষ্ট কোনও অপারেটিং সিস্টেম বা দেশের ক্ষেত্রে এই ফিচার চালু করেনি ইনস্টা কর্তৃপক্ষ। বিশ্বব্যাপী সমাজমাধ্যম প্ল্যাটফর্মটির সমস্ত গ্রাহকেরাই এর সুবিধা পাচ্ছেন বলে জানা গিয়েছে।

নতুন ফিচারটি পেতে গেলে ইনস্টাগ্রামের অ্যাপটিকে সংশ্লিষ্ট গ্রাহককে আপলোড করতে হবে। এর পর দ্বিগুণ গতিতে রিল দেখতে হলে, সংশ্লিষ্ট বিভাগে গিয়ে সেটিকে চালিয়ে দেবেন গ্রাহক। শেষে স্ক্রিনের ডান বা বাঁ দিক টিপে ধরে রাখতে হবে। তখন ধীরে ধীরে রিলটি প্লে হওয়ার গতিবেগ বাড়তে থাকবে। তবে স্ক্রিন থেকে আঙুল সরিয়ে নিলে ফের সেটি স্বাভাবিক গতিতে ফিরে আসবে।

Advertisement

নতুন ফিচার চালু করা নিয়ে সম্প্রতি একটি বিবৃতি দিয়েছে ইনস্টা কর্তৃপক্ষ। সেখান তাঁরা বলেছেন, গ্রাহকদের চাহিদা অনুযায়ী এটিকে চালু করা হয়েছে। যাঁরা কম সময়ে বেশি রিল দেখতে চান, তাঁদের খুব সুবিধা হবে।

উল্লেখ্য, টিকটক চিনা সমাজমাধ্যম প্ল্যাটফর্ম হওয়ায় তা নিষিদ্ধ করেছে ভারত সরকার। ফলে এ দেশের নেটাগরিকদের একটা বড় অংশ ছোট ভিডিয়োর প্ল্যাটফর্ম হিসাবে ইনস্টাগ্রামকেই ব্যবহার করে থাকেন। এ বার তাতে টিকটকের স্বাদ মেলায় গ্রাহকরা যে খুশি হবেন, তা বলাই বাহুল্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement