সংশোধনাগারের ফুটবলার এ বার দুর্গাপুজোর পুরোহিত

একটা সময় পুলিশ দলের হয়ে নিয়মিত ফুটবল খেলতেন পীযূষ গোস্বামী। চাকরি করতেন পুলিশে। কিন্তু একটি ঘটনায় জীবনটাই ওলট পালট হয়ে যায় তাঁর। বাপি সেন হত্যা কাণ্ডে অন্যতম অভিযুক্ত হিসেবে পীযূষের যাবজ্জীবন কারাবাস হয়। এখন তিনি দমদম সংশোধনাগারের অন্যতম নিভর্রযোগ্য ফুটবলার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৪ ০৩:২২
Share:

একটা সময় পুলিশ দলের হয়ে নিয়মিত ফুটবল খেলতেন পীযূষ গোস্বামী। চাকরি করতেন পুলিশে। কিন্তু একটি ঘটনায় জীবনটাই ওলট পালট হয়ে যায় তাঁর। বাপি সেন হত্যা কাণ্ডে অন্যতম অভিযুক্ত হিসেবে পীযূষের যাবজ্জীবন কারাবাস হয়। এখন তিনি দমদম সংশোধনাগারের অন্যতম নিভর্রযোগ্য ফুটবলার।

Advertisement

তবে এ বার পীযূষের সঙ্গে যুক্ত হতে চলেছে আরও একটি পরিচয়। দমদম সংশোধনাগারের দুর্গাপুজোর পুরোহিত তিনিই। জেলের কয়েদি দুর্গাপুজো করছেনএ রকম ঘটনা সত্যিই অভিনব। শুধু পীযূষ একা নন, দমদম সংশোধনাগার ফুটবল দলের প্রত্যেকেই এই পুজোর মূল উদ্যোক্তা এ বার। মঙ্গলবার ষষ্ঠীর দিন এই পুজোর উদ্বোধন করেন প্রাক্তন কোচ অমল দত্ত। এখানে এসে সংশোধনাগারের ফুটবল দলকে দেখে রীতিমতো উচ্ছ্বসিত আমল। এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে তিনি এ দিন ঘোষণা করে দেন, “প্রতি মাসে অন্তত একবার করে আমি এখানে এসে ফুটবলারদের ট্রেনিং করাব। তার জন্য কোনও পারিশ্রমিক আমার চাই না।”

জেলা লিগে নিজেদের মতো লড়াই করেই একটা জায়গা তৈরি করেছেন দমদম সংশোধনাগারের ফুটবলাররা। পিযূষদের কোচ মিহির দাস বললেন, “ওরা জেলা লিগে এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে। তার মধ্যে প্রথম ম্যাচে হেরেছিল। বাকি দু’টি ম্যাচ কিন্তু ওরা ড্র করেছে। আশা করি, পরের ম্যাচগুলো ওরা আরও ভাল খেলবে।” এ দিকে এই ফুটবল দলকে বাইরে নিয়ে গিয়েও টুর্নামেন্ট খেলার ভাবনাচিন্তা করা হচ্ছে। হয়তো এ ভাবেই একদিন ফুটবলই জেলের অন্ধকারে থাকা এই কয়েদিদের আলোর পথে ফিরিয়ে আনবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement