ফরাসি ওপেন

শেষ চারে শারাপোভা

একই কাঁটা ফরাসি ওপেনেও। কোয়ার্টার ফাইনালের বেশি যা এগোতে দিল না সানিয়া মির্জা আর কারা ব্ল্যাকের জুটিকে। রোলাঁ গারোয় তিন সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হাসি হাসলেন সু সিয়ে আর শুই পেং। ফল চিন আর চিনা তাইপে জুটির পক্ষে ৬-২, ৩-৬, ৬-৩। এই নিয়ে চলতি মরসুমে তৃতীয়বার এই জুটির সামনে হার মানতে হল ইন্দো-জিম্বাবোয়ে জুটিকে। ইন্ডিয়ান ওয়েলসের ফাইনাল আর মাদ্রিদে কোয়ার্টার ফাইনালে হারের বদলা ফরাসি ওপেনে নেওয়ার সুবর্ণ সুযোগ ছিল সানিয়াদের। কিন্তু পঞ্চম বাছাই জুটি তাতে ব্যর্থ হলেন।

Advertisement

সংবাদ সংস্থা

প্যারিস শেষ আপডেট: ০৪ জুন ২০১৪ ০২:১৫
Share:

মারিয়ার দিন। রোলাঁ গারোয়। ছবি: এপি।

একই কাঁটা ফরাসি ওপেনেও। কোয়ার্টার ফাইনালের বেশি যা এগোতে দিল না সানিয়া মির্জা আর কারা ব্ল্যাকের জুটিকে। রোলাঁ গারোয় তিন সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হাসি হাসলেন সু সিয়ে আর শুই পেং। ফল চিন আর চিনা তাইপে জুটির পক্ষে ৬-২, ৩-৬, ৬-৩। এই নিয়ে চলতি মরসুমে তৃতীয়বার এই জুটির সামনে হার মানতে হল ইন্দো-জিম্বাবোয়ে জুটিকে। ইন্ডিয়ান ওয়েলসের ফাইনাল আর মাদ্রিদে কোয়ার্টার ফাইনালে হারের বদলা ফরাসি ওপেনে নেওয়ার সুবর্ণ সুযোগ ছিল সানিয়াদের। কিন্তু পঞ্চম বাছাই জুটি তাতে ব্যর্থ হলেন।

Advertisement

মেয়েদের সিঙ্গলসে আবার অন্য নাটক। সেরেনা উইলিয়ামসকে ছিটকে দেওয়া ‘জায়ান্ট কিলার’ গারবাইন মুগুরুজা এ দিনও অঘটন ঘটিয়ে ফেলেছিলেন প্রায়। গারবিনার চ্যালেঞ্জ সামলাতে তিন সেট লড়তে হল মারিয়া শারাপোভাকে। শেষ পর্যন্ত সপ্তম বাছাই রাশিয়ান গ্ল্যামার কুইন ১-৬, ৭-৫, ৬-১ জিতে সেমিফাইনালে ওঠেন।

গত বছর ফরাসি ওপেনের ফাইনালে শারাপোভা হেরে গিয়েছিলেন সেরেনা উইলিয়ামসের কাছে। মার্কিন তারকা এ বার আগেই ছিটকে যাওয়ায় ফাইনালের পথ কি পরিষ্কার মনে হচ্ছে? ম্যাচের পর রুশ তারকা বলেন, “গত বছর ফাইনালে হারার পর এ বার বাড়তি মোটিভেশন নিয়ে নেমেছি। আরও এগোতে হবে। সেমিফাইনালে উঠে দারুণ লাগছে।”

Advertisement

ফাইনালের পথে মাশা-র সামনে কানাডার অষ্টাদশ বাছাই ইউজিন বোচার্ডের চ্যালেঞ্জ। প্রথম কানাডিয়ান মেয়ে হিসাবে রোলাঁ গারোর শেষ চারে উঠে ইতিহাস গড়লেন যিনি। দিনের অপর কোয়ার্টার ফাইনালে বোচার্ডও তিন সেটের লড়াইয়ে ৭-৬ (৪), ২-৬, ৭-৫ হারান ১৪ নম্বর বাছাই স্পেনের কার্লা সুয়ারেজ নাভারোকে।

পুরুষদের সিঙ্গলসে শেষ চারে উঠেছেন নোভাক জকোভিচ। দ্বিতীয় বাছাই সার্বিয়ান তারকা ৭-৫, ৭-৬ (৫), ৬-৪ হারান কানাডার মিলোস রাওনিচকে। জোকারের সামনে সেমিফাইনালে ‘অঘটন বিশেষজ্ঞ’ আর্নেস্ট গুলবিস। রজার ফেডেরারের পর লাটভিয়ার ১৮ তম বাছাই এ বার ৬-৩, ৬-২, ৬-৪ হারালেন ষষ্ঠ বাছাই টমাস বের্ডিচকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement