রুদ্ধশ্বাস ফাইনাল জিতে ত্রিমুকুট ইস্টবেঙ্গলের

রুদ্ধশ্বাস ম্যাচে মাত্র এক রানে টাউনকে হারিয়ে পি সেন ট্রফি জিতল ইস্টবেঙ্গল। শেষ বলে যখন টাউনের শেষ ব্যাটসম্যান রান নিতে গিয়ে আউট হয়ে যান, তখনও জয়ের জন্য দু’রান বাকি। ফলে ইস্টবেঙ্গলের ৩৮৮-৪-এর জবাবে ৩৮৭-তেই অল আউট হয়ে গিয়ে এক রানে হারল টাউন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ মে ২০১৪ ০৩:১৩
Share:

পি সেন চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। —নিজস্ব চিত্র।

রুদ্ধশ্বাস ম্যাচে মাত্র এক রানে টাউনকে হারিয়ে পি সেন ট্রফি জিতল ইস্টবেঙ্গল। শেষ বলে যখন টাউনের শেষ ব্যাটসম্যান রান নিতে গিয়ে আউট হয়ে যান, তখনও জয়ের জন্য দু’রান বাকি। ফলে ইস্টবেঙ্গলের ৩৮৮-৪-এর জবাবে ৩৮৭-তেই অল আউট হয়ে গিয়ে এক রানে হারল টাউন। ইস্টবেঙ্গলেরও এই মরসুমে ত্রিমুকুট জেতা হয়ে গেল। সিনিয়র নক আউট, লিগের পর এ বার পি সেন। এখনও তাদের সামনে এএন ঘোষ ও জেসি মুখোপাধ্যায় ট্রফি জয়ের সুযোগ। এই দুই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারলে এই মরসুমে পাঁচটি খেতাব পাবে তারা।

Advertisement

বুধবার সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথমে ব্যাট করতে নেমে ইস্টবেঙ্গলের ঋতম পোড়েলের ১০০ বলে ১১০, অর্ণব নন্দীর ৫০ বলে অপরাজিত ১০৩-এর ইনিংসের উপর ভর করে ইস্টবেঙ্গল ৫০ ওভারে চার উইকেটে ৩৮৮ রান তোলে। টাউন নির্দিষ্ট সময়ে ৫০ ওভার করতে না পারায় তাদের এক ওভার পেনাল্টি হয়। ফলে তাদের ৪৯ ওভারে এই টার্গেট তোলার প্রয়োজন ছিল। দেবপ্রিয় ঘোষ ৬৩ বলে ৯৩, সঞ্জীব সান্যাল ৪০ বলে ৭৫ ও অঙ্কিত তিওয়ারির ৬৫-র ইনিংস সত্ত্বেও লক্ষ্যে পৌঁছতে পারেনি টাউন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement