‘তারকা সন্তান’ তকমা নিয়ে মুখ খুললেন অনন্যা পাণ্ডে। ছবি: সংগৃহীত।
একটা সময় একের পর এক কটাক্ষ ধেয়ে এসেছে তাঁর দিকে। অভিযোগ একটাই। তাঁর নামের সঙ্গে জুড়ে রয়েছে ‘তারকা সন্তান’-এর তকমা। নেটপাড়ার বাসিন্দাদের দাবি, তারকা সন্তান বলেই অতিরিক্ত সুবিধা পেয়েছেন তিনি। এ বার এই প্রসঙ্গে মুখ খুললেন অনন্যা পাণ্ডে।
অনন্যার স্পষ্ট বক্তব্য, তারকা সন্তান হওয়া নিয়ে তাঁর কোনও আক্ষেপ নেই। তিনি বলেন, “তারকা সন্তান হওয়ার জন্য নানা রকমের মন্তব্য করা হয়। লজ্জিত বোধ করতে বাধ্য করে। কিন্তু নিজের বাবাকে নিয়ে আমি লজ্জিত বোধ করি না। চিকিৎসকের পরিবারে বড় হয়েছেন আমার বাবা। কিন্তু অভিনয়কে নিজের পেশা হিসাবে বেছে নিয়েছিলেন। পরিশ্রম করে নিজের জায়গা তৈরি করেছিলেন তিনি।”
অনন্যা আরও বলেছেন, “খারাপ কথা হিসাবে বিবেচনা করা হয় ‘তারকা সন্তান’ শব্দদ্বয়কে। আমি তা মনে করি না। মানুষের যা ভাবার, তাই ভাববে। কে তারকা সন্তান আর কে বহিরাগত অভিনেতা, এই ভাবে দেখা বন্ধ করতে হবে। বলিউড ইন্ডাস্ট্রি আমাদের অনেক কিছু দিয়েছে। দর্শকও আমাদের অনেক ভালবাসা দিয়েছে। তারকা সন্তান হয়েও অনেকে ভাল কাজ করছেন। আবার বাইরের জগৎ থেকে এসেও বহু অভিনেতা ভাল কাজ করছেন।”
বাবা চাঙ্কি পাণ্ডেকে নিয়েও কথা বলেছেন অনন্যা। অভিনেত্রীর মন্তব্য, “আমি দেখতাম, বাবা বাড়িতেই বসে রয়েছেন। হয়তো দু-এক বার বাবার সঙ্গে ছবির সেটে গিয়েছিলাম। এমন নয় যে বাবা কাজ নিয়ে খুব ব্যস্ত থাকতেন। আমাদের বাড়ির বাইরে কিন্তু বাবাকে দেখার জন্য মানুষ ভিড় জমাতেন না।” উল্লেখ্য, অনন্যাকে শেষ দেখা গিয়েছে ‘কল মি বে’ ওয়েব সিরিজ় ও ‘কন্ট্রোল’ ছবিতে।