Bengali New Series

কৌতুকাভিনয়ে নয়! নতুন রূপে আসছেন কাঞ্চন, ‘বিবি’ ইশার বিপরীতে দেবরাজ

কনস্টেবল হয়ে উঠতে প্রচুর ঘাম ঝরাচ্ছেন ইশা সাহা। সাইকেল চালানো অভ্যাস করছেন। কবে শুরু হবে ‘বিবি বক্সী’র শুটিং?

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ১৯:৪৩
Share:

কাঞ্চন মল্লিক, ইশা সাহা, দেবরাজ ভট্টাচার্য সিরিজ় ‘বিবি বক্সী’তে। ছবি: ফেসবুক।

তাঁকে ফিট থাকতে হবে। একই ভাবে সাইকেল চালানোও শিখতে হবে। খবর, ইশা সাহা নাকি কঠোর সাধনায় মগ্ন। আনন্দবাজার অনলাইনকে পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় জানিয়েছেন, তাঁর আগামী সিরিজ় ‘বিবি বক্সী’র শুটিং শুরু হবে ডিসেম্বরের শেষের দিকে। সিরিজ়ে ইশা একই সঙ্গে কনস্টেবল এবং সত্যানুসন্ধানী। প্রত্যন্ত গ্রামের মেয়ে, একাধারে অফিস সামলাবে, আবার বাড়িও। যাতায়াত সাইকেলে। তাই চিত্রনাট্য মেনে অভিনেত্রী কঠোর অনুশীলনে। অ্যাকশন দৃশ্যেও দেখা যাবে তাঁকে।

Advertisement

কোথায় কোথায় শুটিং করবেন পরিচালক? পর্দায় ‘একেনবাবু’র স্রষ্টা জয়দীপের কথায়, “বোলপুরের প্রত্যন্ত গ্রাম সর্পলেনায় শুটিং হবে। এই গ্রামে এখনও পর্যন্ত কেউ শুটিং করেনি। কিছু অংশের শুটিং হবে কলকাতায়। সেই অংশের শুটিং আগে শুরু হবে। নতুন বছরে বোলপুরে শুটিং করতে যাব আমরা।” প্রসঙ্গত, ওয়েব প্ল্যাটফর্ম ফ্রাইডে-র জন্য তৈরি এই সিরিজ়ের কাহিনিকার পারমিতা মুন্সী। তিনি সংলাপও লিখেছেন। যৌথ ভাবে চিত্রনাট্য লিখছেন জয়দীপ এবং পারমিতা। প্রত্যন্ত গ্রামের বিনোদবালা বক্সী কনস্টেবল হয়েও গোয়েন্দার মতো বুদ্ধি ধরেন। তিনি কি নিজেকে সত্যানুসন্ধানী হিসাবে প্রমাণ করতে পারবেন? জানাবে ‘বিবি বক্সী’।

ইশা ছাড়া সিরিজ়ে আর কাদের দেখা যাবে? পরিচালক জানিয়েছেন, কাঞ্চন মল্লিককে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। ‘বিবি বক্সী’তে তিনি কোনও কৌতুকাভিনেতা নন, গম্ভীর পুলিশ অফিসার। যাঁর কাঁধে অনেক দায়িত্ব। ইশার হবু স্বামী ‘গোপাল’-এর চরিত্রে অভিনয় করবেন দেবরাজ ভট্টাচার্য। তাঁর মায়ের ভূমিকায় বিদীপ্তা চক্রবর্তী। ইশার মা-বাবার ভূমিকায় দেখা যাবে অসীম রায়চৌধুরী ও ভবানী মুখোপাধ্যায়কে।‘’

Advertisement

‘বিবি বক্সী’ পরিচালনায় জয়দীপ মুখোপাধ্যায়, কাহিনি-সংলাপ পারমিতা মুন্সীর। নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement