প্রতিযোগিতার ময়দানে ফুটবলে শট দীপেন্দুর। ছবি: নির্মল বসু।
শুরু হল ৬০ তম রাজ্য বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা। শুক্রবার বসিরহাট স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ ইদ্রিস আলি, মহকুমাশাসক শেখর সেন, ফুটবলার দীপেন্দু বিশ্বাস, জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের কার্যকরী সভাপতি সুনীল মুখোপাধ্যায়, সম্পাদক ভূদেব মুখোপাধ্যায়-সহ বিশিষ্টেরা।
এ দিন স্টেডিয়ামের উন্নয়নে ইদ্রিস তাঁর সাংসদ কোটার তহবিল থেকে ২০ লক্ষ টাকা মহকুমাশাসক এবং ফুটবলার দীপেন্দু বিশ্বাসের হাতে তুলে দেন। একই সঙ্গে এই ফুটবল প্রতিযোগিতার জন্যও কমিটির হাতে ৩০ হাজার টাকা তুলে দেন।
তবে এ দিন অনুষ্ঠানের শুরুতে সুর কাটে কিছুটা। জাতীয় পতাকা উল্টো করে লাগানো হয়েছিল। খানিকটা উত্তোলনের পরেই অবশ্য পতাকা ঠিক করে নেওয়া হয়। এ দিন দুপুরে ১০টি জেলার ছাত্রছাত্রীদের নিয়ে বসিরহাট শহরে এক শোভাযাত্রা বের হয়েছিল। সেই শোভাযাত্রায় আবার কোনও ব্যানার ছিল না। ফলে বসিরহাটের বেশিরভাগ মানুষ বুঝতেই পারেননি, শোভাযাত্রা কেন হচ্ছে। এ বিষয়ে উদ্যোক্তাদের তরফে শারীরশিক্ষার শিক্ষক গঙ্গাধর নন্দী বলেন, “পতাকাটি সোজা করে লাগানো উচিত ছিল। তাড়াহুড়োয় এমন হয়েছে। মিছিলে একটি বা্যনারেরও প্রয়োজন ছিল।”
যাই হোক না কেন এ সবেব মধ্যে দিয়েই প্রদীপ জ্বালিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন ইদ্রিস। তিনি বলেন, “ছাত্রছাত্রীরা খেলাধূলায় বাংলার মুখ উজ্বল করবে বলে আমাদের আশা। অর্থাভাবে যাতে এদের পড়াশোনা এবং খেলাধূলার কোনওরকম ক্ষতি না হয়, সে দিকে নজর রাখবে রাজ্য সরকার।”
এ দিনই বসিরহাট স্টেডিয়ামে দক্ষিণ চব্বিশ পরগনা ও বাঁকুড়া জেলার ছেলেদের ফুটবল প্রতিযোগিতা হয়। তাতে ৩-১ গোলে বাঁকুড়ার ছেলেদের পরাজিত করে দক্ষিণ ২৪ পরগনা। অন্য দিকে, এরিয়ান ক্লাবের মাঠে নদিয়া ২-০ গোলের ব্যবধানে মালদহের ছেলেদের পরাজিত করে।
জেলা ক্রীড়া সংসদের যুগ্ম সম্পাদক যোগেশচন্দ্র মণ্ডল, মহকুমা ক্রীড়া সংসদের সম্পাদক সুমন দাস বলেন, “প্রথমে ঠিক ছিল ১৬টি জেলা থেকে ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় যোগদান করবে। কিন্তু কিছু অসুবিধা থাকায় এখন ১০টি দল যোগ দিচ্ছে।” তার মধ্যে ৭টি দল ছেলেদের এবং তিনটি দল মেয়েদের বলে জানা গিয়েছে।