মনোজের ময়দান পরিক্রমার দিনে ব্যাটিং ঝড়

সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের দেওয়া ‘অ্যাসাইনমেন্ট’ শুরু করে দিলেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি। আসন্ন জাতীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য বাংলা দলের ক্রিকেটার বাছতে বৃহস্পতিবার জেসি মুখোপাধ্যায় ট্রফির ম্যাচ দেখতে চার মাঠ ঘোরেন মনোজ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৫ ০৪:৩০
Share:

ক্রিসমাস ইভে ক্রিকেটারের খোঁজ। ‘স্পটার’ মনোজের সঙ্গে ময়দানি আড্ডায় লক্ষ্মীরতন-শামি- সৌরাশিসরা। বৃহস্পতিবার। ছবি: শঙ্কর নাগ দাস

সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের দেওয়া ‘অ্যাসাইনমেন্ট’ শুরু করে দিলেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি। আসন্ন জাতীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য বাংলা দলের ক্রিকেটার বাছতে বৃহস্পতিবার জেসি মুখোপাধ্যায় ট্রফির ম্যাচ দেখতে চার মাঠ ঘোরেন মনোজ। যে ক্লাবের হয়ে খেলেন তিনি, সেই কালীঘাট মাঠে সকালে, এবং ওয়াইএমসিএ, টাউন ও রেঞ্জার্স মাঠে দুপুরে যান বাংলার ক্যাপ্টেন। ময়দানের টি-টোয়েন্টি ম্যাচ দেখে বাংলা দলের জন্য তরুণ ক্রিকেটার বাছা উদ্দেশ্য হলেও, তা শেষ পর্যন্ত রবিবারের সৈয়দ মুস্তাক আলি টি টোয়েন্টির দল নির্বাচনী বৈঠকে কতটা প্রভাব ফেলবে, সেটাই দেখার।

Advertisement

মনোজ এ দিন তাঁর ময়দান সফরের পর জানান, ‘‘একটা ম্যাচে কোনও ক্রিকেটারের পারফরম্যান্স দেখে বাংলার হয়ে খেলার জন্য তাকে বাছা সোজা নয়। তার অতীত পারফরম্যান্সও দেখতে হবে।’’ তবে বাংলা অধিনায়কের কাছে নির্বাচনী বৈঠকের আগে আর কোনও ম্যাচ দেখার সম্ভাবনা থাকল না। জেসি-র পরের পর্ব ২৮ ডিসেম্বর।

একটা ম্যাচে কোনও ক্রিকেটারের পারফরম্যান্স দেখে বাংলার হয়ে খেলার জন্য
তাকে বাছা সোজা নয়। তার অতীত পারফরম্যান্সও দেখতে হবে।

Advertisement

মনোজ তিওয়ারি

বাংলা অধিনায়কের ময়দান সফরের দিন অবশ্য জেসি-র বিভিন্ন ম্যাচে বেশ কয়েকটা ঝোড়ো ব্যাটিং পারফরম্যান্স হল। কালীঘাট মাঠে ৩৫ বলে ৮২ করে শ্যামবাজারের (১১৪-৯) মতো দলকে হারিয়ে তপন মেমোরিয়ালকে (১১৭-২) জেসি-র শেষ আটে তুলতে সাহায্য করেন প্রমোদ চান্ডিলা। টাউন মাঠে ৩৩ বলে ৭২ করে ইউনিয়ন স্পোর্টিংয়ের (১৫৪-৪) বিরুদ্ধে মোহনবাগানকে (২০২-৭) শেষ ষোলোয় তুললেন বিবেক সিংহ। লক্ষ্মীরতন শুক্ল করেন ১৮ বলে ৩৫। বল হাতে দু’ওভারে দেন ১০। ওয়াইএমসিএ-র (২৫০-৫) অভিষেক রামন ২৮ বলে ৭১ রানের ইনিংস খেলেন। তিনি ও তাঁর সতীর্থ প্রদীপ মালিক ২৮ বলে ৫৫-র পার্টনারশিপ গড়ে দলকে জেতান জর্জ টেলিগ্রাফের (১১৬-৭) বিরুদ্ধে। রেঞ্জার্স মাঠে তালতলা একতার (১৭৯-৬) অয়ন গুপ্ত ৫৬ বলে অপরাজিত ৯৫ করে দলকে জেতান ঐক্য সম্মিলনীর (১৭৮-৯) বিরুদ্ধে। এ দিন গোড়ালিতে চোট পেলেন কালীঘাটের সায়ন ঘোষ।

জেসি-র শেষ ষোলোয় মুখোমুখি হতে চলেছে কালীঘাট-পুলিস এসি, তালতলা-স্পোর্টিং ইউনিয়ন, রাজস্থান-মোহনবাগান, টালিগঞ্জ অগ্রগামী-ইউনাইটেড ক্লাব, ওয়াইএমসিএ-টাউন ক্লাব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement