রুপো জয়ী শ্যুটিং দলের বিজয় কুমার, গুরপ্রীত সিংহ ও পেম্বা তামাং।
এ বারের এশিয়াডের প্রথম সাত দিনে ৮৮ সোনা-সহ চিনের দখলে ১৭২ পদক। এর পরে তাদের গরিমার গরম বোধ হয়তো হতেই পারে!
সে জন্যই চিনা ব্যাডমিন্টন দলের চিফ কোচ আজ ইন্ডোর কোর্টের শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে অভিযোগ তুলেছেন কি না তা নিয়ে তর্ক হলেও হতে পারে। চিনের অবশ্য অভিযোগ, তাদের পারফরম্যান্সের ক্ষতি করতেই এটা নাকি উদ্যোক্তা দক্ষিণ কোরিয়ার অভিসন্ধি। তবে ক্রীড়া দুনিয়ায় চিনা পাওয়ারহাউসের প্রমাণ রাখতে এ দিন এশিয়াডের ভারোত্তোলনে তাদের ঝৌ লুলু এমন একটা ওজন তুলে সোনা জিতেছেন, যা মেয়েদের বিশ্ব ভারোত্তোলনের ইতিহাসে আগে কেউ কখনও তুলতে পারেননি। ৭৫ কেজি-ঊর্ধ্ব বিভাগে রাশিয়ার তাতিয়ানা কাশরিনার চেয়ে ২ কেজি বেশি তুলে ঝৌ মোট ৩৩৪ কেজিতে (যার ভেতর এক বার তোলেন ১৯২ কেজি) নতুন বিশ্বরেকর্ড করেছেন।
হকিতে একদা সুপারপাওয়ার ভারতের আবার উল্টো অবস্থা! সর্দার সিংহদের কাছে আপাতত মোটিভেশন হতে পারে ভারতীয় মেয়ে হকি দল। আজই মালয়েশিয়াকে হাফডজন গোল দিয়ে ৬-১ হারিয়ে মেয়েদের হকিতে স্বচ্ছন্দে সেমিফাইনালে উঠেছে ভারত। আর চব্বিশ ঘণ্টা পরেই শনিবার হকিতে ভারতের ছেলেদের অগ্নিপরীক্ষা। গতকালই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হেরে শুধু মুষড়ে থাকাই নয়, চিনের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ সর্দার সিংহের দলের কাছে ‘ডু-অর-ডাই’। সেমিফাইনালে উঠতে জিততেই হবে। ষোলো বছর এশিয়াড হকিতে সোনা নেই আট বারের অলিম্পিক চ্যাম্পিয়ন ভারতের। চিনকে হারাতে না পারলে এ বারের এশিয়াডে পদক রাউন্ডে ঢোকার আগেই ছিটকে পড়তে হবে।
এই অবস্থায় দেশের এক নম্বর ড্র্যাগফ্লিকার রূপিন্দর পাল সিংহ চোট সারিয়ে মহাগুরুত্বপূর্ণ চিন ম্যাচে মাঠে নামতে পারবেন কি না, সে ব্যাপারে শুক্রবার রাত পর্যন্ত ভারতীয় শিবির থেকে চূড়ান্ত খবর নেই। চিফ কোচ টেরি ওয়ালশ বলেছেন, “চিনকে হারাতেই হবে। তাতে যেমন সেমিফাইনালের টিকিট হাতে আসবে, তেমনই বড় ম্যাচ জেতার অভ্যাসও তৈরি হবে। কারণ চিন এখন আমাদের কাছে বিগ ম্যাচ।” ভারতের অস্ট্রেলীয় কোচ জয়ের জন্য ডিপ ডিফেন্সে অধিনায়ক সর্দার, মাঝমাঠে রামনদীপ সিংহ এবং রোভিং ফরোয়ার্ড আকাশদীপ সিংহের ভাল খেলাকে গুরুত্বপূর্ণ মনে করছেন।
ছবি: এএফপি