রঞ্জি সেমিফাইনাল থেকে বাংলার বিদায়ের আটচল্লিশ ঘণ্টার মধ্যে বঙ্গ ক্রিকেটের জন্য সুখবর। ক্রিকেটের অন্যতম সেরা ‘আইকন’ নেমে পড়তে চলেছেন বাংলা ক্রিকেটের উন্নতির জন্য ‘ব্যাটিং’ করতে। বাংলার বর্তমান এবং উঠতি ক্রিকেটারদের ব্যাটিং কোচ হিসেবে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে।
ইডেনে রেলওয়েজের বিরুদ্ধে রঞ্জি কোয়ার্টার ফাইনাল চলাকালীনই সৌরভ সিএবি-কে প্রস্তাব দিয়েছিলেন যে, সিনিয়র-জুনিয়র মিলিয়ে বাংলার ক্রিকেটারদের নিয়ে ২০-২৫ জনের ছোট ছোট ‘পুল’ তৈরি করে তাদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হোক। প্রাথমিক ভাবে ষাট জনের ‘পুল’ তৈরি হওয়ার কথা। যাদের বিশেষ কোচ হিসেবে অনিল কুম্বলেদের মতো আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন প্রাক্তন ক্রিকেটারদের আনার কথা বলেছিলেন সৌরভ। স্পিন কোচ হিসেবে কয়েক দিন আগেই উঠে পড়েছিল মুথাইয়া মুরলীধরনের নাম। আর এ বার ব্যাটিং কোচ হিসেবে উঠে এল স্বয়ং সৌরভের নাম।
সিএবি-র তরফে অবশ্য এখনও কোনও সরকারি ঘোষণা করা হয়নি। সিএবি প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া বুধবার রাতে বললেন, “এখনই এটা নিয়ে কোনও মন্তব্য করব না। যা বলার কাল-পরশু বলব।” আর সিএবি কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে বলছেন, “এ রকম কিছু হলে আমরা অবশ্যই সেটাকে স্বাগত জানাব।” সৌরভের ঘনিষ্ঠমহল মনে করছে, আগামী মার্চ থেকেই ব্যাটিং কোচ হিসেবে কাজ শুরু করে দিতে চলেছেন সৌরভ। তাঁর লক্ষ্য হবে, সারা বছর ক্রিকেটারদের সঙ্গে কাজ করে তাঁদের সঠিক প্রশিক্ষণ দিতে, যাতে রঞ্জি মরসুম শুরুর আগে বাংলা কোচ অশোক মলহোত্র সেরা টিম পান।