ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফের ম্যাঞ্চেস্টারে।
সোমবার টুইটারজুড়ে এটাই ‘ট্রেন্ডিং-টপিক’ ছিল। যে শহর তাঁকে মহাতারকা বানিয়েছিল সেখানেই আবার রোনাল্ডো। এক সময় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে বহু স্মরণীয় পারফরম্যান্স উপহার দিয়েছিলেন তিনি। কিন্তু নিজের পয়া শহরে প্রত্যাবর্তনেও রয়ে যাচ্ছে প্রশ্ন। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম পর্বে রিয়াল মাদ্রিদের সামনে অপেক্ষা করছে ম্যাঞ্চেস্টার সিটি। যুদ্ধের প্রেক্ষাপট সিটির এতিহাদ স্টেডিয়াম। তবে মহারণের চব্বিশ ঘণ্টা আগেও রিয়াল জানে না দলে রোনাল্ডো থাকবেন নাকি রিজার্ভ বেঞ্চে বসেই তাঁকে কাটাতে হবে। কিংবদন্তির চোট নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছেন না জিনেদিন জিদান।
যুদ্ধে নামার আগের দিন অবশ্য জিজু এও বলেছেন, রোনাল্ডো আর বেঞ্জিমা মাঠে নামতে পারবেন এমনটাই আশা করছেন তিনি। ম্যাচের আগে প্র্যাকটিসে তাঁদের ফিটনেস দেখে নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। লা লিগায় ভিয়ারিয়াল ম্যাচে উরুতে চোট পেয়েছিলেন রোনাল্ডো। রিয়াল তখন দাবি করেছিল, চোট অতটা গুরুতর নয় কিন্তু গত শনিবার রায়ো ভায়েকানো ম্যাচে মাঠে নামতে পারেননি পর্তুগিজ মহাতারকা। নিজের পুরনো প্রতিদ্বন্দ্বী ম্যান সিটির বিরুদ্ধে রোনাল্ডোকে দলে রাখা হলেও এখন শেষ মুহূর্তের ফিটনেস পরীক্ষার উপর সব কিছু নির্ভর করছে। রবিবার যদিও রিয়াল সমর্থকদের স্বস্তি দিয়ে অনুশীলনে যোগ দেন সিআর সেভেন। কিন্তু শুধু হাল্কা ওয়ার্ম আপ করেন। বল নিয়ে প্র্যাকটিস করেননি তিনি। শোনা যাচ্ছে দলে থাকলেও মহাতারকা হয়তো রিজার্ভ বেঞ্চে বসেই শুরু করবেন ম্যাচ।
সিআর সেভেন ছাড়াও বিবিসি ত্রিফলার আর এক গুরুত্বপূর্ণ অঙ্গও অনিশ্চিত। উরুতে সমস্যার জন্য শনিবার রায়ো ভায়েকানোর বিরুদ্ধে গোটা ম্যাচে খেলতে পারেননি করিম বেঞ্জিমা। অনেকের আশঙ্কা সিটি ম্যাচে হয়তো পুরোটাই খেলতে পারবেন না। জিদান অবশ্য আশা ছাড়ছেন না। রাফায়েল বেনিতেজকে সরিয়ে জিদান আসার পরে রোনাল্ডো যেন পুরনো মেজাজে। নিজের গোলসংখ্যা নিয়ে গিয়েছেন ৪৭-এ। চ্যাম্পিয়ন্স লিগে এখনও পর্যন্ত ১৬ গোল। কোয়ার্টার ফাইনালে একার হাতেই উল্ফসবার্গকে হারিয়ে দলকে শেষ চারে ওঠান রোনাল্ডো। কিন্তু এখনও তাঁর সঙ্গে গ্যারেথ বেলের ঝামেলা নিয়ে বিতর্ক থেকেই যাচ্ছে। যদিও গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সে সব ঝামেলা দূরে রেখে বেল বলছেন, রিয়াল মাদ্রিদ এখন সুখী সংসার। সিআর সেভেনের সঙ্গে খেলতে তাঁর কোনওদিন সমস্যা হয়নি। ‘‘রোনাল্ডো ইংরেজি বলতে পারে। আমি প্রথম এখানে আসার পর সেটা আমাকে সাহায্য করেছিল। সংবাদমাধ্যমে অনেক কিছুই দেখি কিন্তু ওর সঙ্গে আমার কোনও ঝামেলা নেই। কোনও ঝগড়াও হয়নি।’’ রোনাল্ডোর এত সাফল্যের পিছনে মহাতারকার জেতার আবেগটাই যে বড় হয়ে দাঁড়ায়, সেই কথা জানিয়ে ওয়েলস উইজার্ড যোগ করেন, ‘‘মাঠে রোনাল্ডোর আবেগটাই অন্য রকম। ও খুব দৃঢ়প্রতিজ্ঞ। সেটাকেই মাঝে মাঝে অনেকে উল্টোভাবে দেখে। কিন্তু ওর সঙ্গে আমার কোনও সমস্যা হয়নি।’’
রিয়াল মাদ্রিদে আসার আগে ছয় বছর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে কাটিয়েছিলেন রোনাল্ডো। যে ছ’বছরে ট্রফি থেকে শুরু করে ব্যালন ডি’অর সব কিছুই ক্যাবিনেটে তুলেছিলেন মহাতারকা। সেই ছ’বছরে ম্যাঞ্চেস্টার ডার্বিতে অনেক বার সিটিকে হারাতে প্রধাণ ভূমিকা নিয়েছিলেন পর্তুগিজ মহাতারকা। তাই বেল নিজের সতীর্থকে সতর্ক করে দিচ্ছেন। বলছেন, মঙ্গলবার রাতে এমনও হতে পারে গোটা এতিহাদ গ্যালারি রোনাল্ডোকে কটাক্ষ করছে। ‘‘আমি এ বিষয়ে রোনাল্ডোর সঙ্গে কথা বলেছি। ওকে অনেক বিদ্রুপ শুনতে হবে। কিন্তু ও আমায় বলল, এটা ওকে আরও তাতিয়ে দেয়। আর এখন এটা আমাদের জন্য সাধারণ একটা ব্যাপার হয়ে গিয়েছে।’’
ইয়াইয়া তোরে ছাড়া ম্যান সিটির বড় কোনও চোট সমস্যা না থাকলেও প্রাক্তন আর্সেনাল স্ট্রাইকার থিয়েরি অঁরি অবশ্য বলছেন, শুধু রোনাল্ডোকে কেন্দ্র করেই যাতে যাবতীয় প্ল্যানিং না থাকে। অঁরি বলছেন, ‘‘আমি একটু অবাক হই যখন রোনাল্ডোকে কটাক্ষ করা হয়। কারণ সর্বকালের সেরাদের মধ্যে ও একজন। কিন্তু একা রোনাল্ডোকে নিয়ে ভাবলে হবে না। এটাও ঠিক বেঞ্জিমা পাশে থাকলে রোনাল্ডো আরও ভাল পারফর্ম করে। রিয়াল এমন একটা দল যারা দু’তিন গোলে এগিয়ে থেকেও থামে না।’’
আজ চ্যাম্পিয়ন্স লিগে
ম্যাঞ্চেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদ (টেন ২, রাত ১২-১৫)