টুকরো খবর

দু’বছর পর ভারতের জার্সি গায়ে মাঠে নামছেন নিজেকে প্রমাণ করার তাগিদ নিয়ে। কিন্তু রবিবার মীরপুরে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে ভারতীয় দলে থাকবেন কি না মনোজ তিওয়ারি, সেটাই এখনও ঠিক করে উঠতে পারলেন না ভারতীয় দলের কোচ ডানকান ফ্লেচার। ব্যাটিং অর্ডারে প্রথম দু’টি জায়গায় উথাপ্পা ও পূজারার কথা ভেবে রাখলেও কোহলির তিন থেকে ধোনির ছ’নম্বর জায়গাগুলোতে কাদের ব্যাট করতে পাঠাবেন, তা ঠিক নেই। তিনে রাহানে ও চারে রায়না হয়তো নিজেই।

Advertisement
শেষ আপডেট: ১৫ জুন ২০১৪ ০৪:২৩
Share:

মনোজকে নিয়ে দ্বিধায় ফ্লেচার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

Advertisement

দু’বছর পর ভারতের জার্সি গায়ে মাঠে নামছেন নিজেকে প্রমাণ করার তাগিদ নিয়ে। কিন্তু রবিবার মীরপুরে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে ভারতীয় দলে থাকবেন কি না মনোজ তিওয়ারি, সেটাই এখনও ঠিক করে উঠতে পারলেন না ভারতীয় দলের কোচ ডানকান ফ্লেচার। ব্যাটিং অর্ডারে প্রথম দু’টি জায়গায় উথাপ্পা ও পূজারার কথা ভেবে রাখলেও কোহলির তিন থেকে ধোনির ছ’নম্বর জায়গাগুলোতে কাদের ব্যাট করতে পাঠাবেন, তা ঠিক নেই। তিনে রাহানে ও চারে রায়না হয়তো নিজেই। পাঁচে মনোজ নামতে পারেন। তবে সেখানে তাঁর লড়াই রায়ডুর সঙ্গে। অক্ষর পটেল ও পরভেজ রসুলের মধ্যে একজনের আন্তর্জাতিক অভিষেক হতে পারে। প্র্যাকটিসের পর শনিবার মনোজ বলেন, “ভারতীয় দল থেকে বাদ পড়েছিলাম চোটের জন্য। তার আগেই ভারত ‘এ’-র হয়ে সেঞ্চুরি ছিল। ম্যাচ ফিট হলে যে ডাক পাব, সেই বিশ্বাস ছিল।” কিন্তু ফ্লেচার তাঁকে নিয়ে একই ভাবে ভাবছেন কি না, সেটাই এখন প্রশ্ন। অন্য দিকে, স্টার স্পোর্টসই শেষ পর্যন্ত রাজি হয়েছে তিনটি ম্যাচ দেখাতে।

Advertisement

বিশ্বকাপ হকিতে ভারত নবম
সংবাদ সংস্থা • হেগ (নেদারল্যান্ডস)

বিশ্বকাপ ফুটবলে নেদারল্যান্ডসের অবিস্মরণীয় স্পেন-বধের দিনই নিঃশব্দে নিজের দেশে বিশ্বকাপ হকির ফাইনালে উঠেছে ডাচ দল। আর তার কয়েক ঘণ্টার মধ্যে সর্বাধিক বার অলিম্পিক চ্যাম্পিয়ন ভারত এ বারের বিশ্বকাপ হকিতে নবম স্থানে শেষ করল। স্থান নির্ণায়ক প্লে-অফ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৩-০ গোলে হারিয়ে। ১২ দেশের টুর্নামেন্টে এটা ভারতের দ্বিতীয় জয়। আজ দক্ষিণ কোরিয়াকে হারিয়ে গত বছর এশিয়া কাপ ফাইনালে হারের শোধ তোলা ছাড়া চলতি বিশ্বকাপ হকিতে ভারতের আর একমাত্র জয় গ্রুপ লিগে মালয়েশিয়ার বিরুদ্ধে। এ ছাড়া স্পেনের সঙ্গে ড্র করা বাদে বেলজিয়াম, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপে ছয় দলের মধ্যে পঞ্চম হয়েছিল ভারত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement