ভেঙে গেল রেকর্ড, ঘরের মাঠে ফের হারল ম্যান ইউ
নিজস্ব প্রতিবেদন
অসহায় গিগস
রায়ান গিগসের কোচিংয়েও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের দুর্দশা কাটার কোনও নাম নেই। ডেভিড মোয়েস ছাঁটাই হওয়ার পর প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচে ম্যান ইউ ৪-০ নরউইচকে উড়িয়ে দেওয়ার পরের মাচেই হারল। শনিবার সান্ডারল্যান্ডের বিরুদ্ধে ০-১ হারল গিগসের টিম। সেবাস্তিয়ান লারসনের প্রথমার্ধের গোলের জবাব ম্যাচের বাকি সময়ে খুঁজে পেল না ম্যান ইউ ফুটবলররা। ফলে মোয়েস পরবর্তী সময়েও ম্যান ইউ-র হারের রেকর্ড থামছে না। এ দিন যেমন অবনমনের আওতায় থাকা সান্ডারল্যান্ড ৪৬ বছর পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ওল্ড ট্র্যাফোর্ডে হারানোর রেকর্ড করল। লুই ফান গাল ম্যান ইউ কোচের জায়গায় আসতে পারেন বলে জল্পনার মধ্যেই এই হারে পরের মরসুমে ইউরোপিয়ান ফুটবল থেকে ছিটকে যাওয়ার মুখে ‘রেড ডেভিলস’। এই নিয়ে ঘরের মাঠে চলতি মরসুমে সাতটা ম্যাচ হারল ম্যান ইউ। ১৯৭৩-’৭৪ সালে অবনমনে পড়ার পর থেকে যা তাদের সবচেয়ে নিকৃষ্ট ফল। গিগস এ দিন টিমে পাঁচটি পরিবর্তন করেন। কিন্তু তাতেও ওয়েন রুনির অভাব ঢাকা যায়নি। এ দিকে এভার্টনকে ৩-২ হারিয়ে এ দিন প্রিমিয়ার লিগ খেতাবের আরও কাছে পৌঁছে গেল ম্যাঞ্চেস্টার সিটি। গোল করেন সের্জিও আগেরো ও এরিন জেকো(২)।
মরসুমের প্রথম ট্রফি, পর্তুগালে চ্যাম্পিয়ন সানিয়ারা
সংবাদ সংস্থা • ওইরাস (পতুর্গাল)
ব্ল্যাককে নিয়ে।
দু’বার ফাইনালে উঠেও হারের পর শেষ পর্যন্ত পর্তুগাল ওপেনে মরসুমের প্রথম ডাবলস খেতাব জিতলেন সানিয়া মির্জা। জিম্বাবোয়ের কারা ব্ল্যাক ও ভারতীয় তারকার জুটি ৬-৪, ৬-৩ হারায় ইভা হার্দিনোভা ও ভ্যালেরিয়া স্লোভেইয়েভার চেক-রুশ জুটিকে। মার্চে ইন্ডিয়ান ওয়েলস আর গত সপ্তাহে স্টুুটগার্ট ওপেনে শেষ হার্ডল টপকাতে পারেননি সানিয়ারা। যার পর সানিয়া টুইট করেছিলেন, “এত কাছে তবু এত দূরে। এটাই জীবন। স্টুটগার্টের ফাইনালে পৌঁছনোর আনন্দ নিয়েই সন্তুষ্ট থাকতে হবে আপাতত।” এ দিন অবশ্য সেই হতাশা কাটিয়ে ইন্সটাগ্রামে কারা আর তাঁর উছ্বসিত ছবি পোস্ট করে সানিয়া লেখেন, “চ্যাম্পিয়ননসসস”। প্রথম সেটে শুরুতেই ব্রেক পেয়ে এ দিন ৩-১ এগিয়ে যান র্শীষবাছাই সানিয়ারা। কিন্তু ইভা আর ভ্যালেরি পাল্টা সানিয়াদের সার্ভিস ভেঙে সপ্তম গেমে এগিয়েও যান। ইভাদের পাল্টা আক্রমণ সামলে অষ্টম আর দশম গেমে আবার ইন্দো-জিম্বাবোয়ে জুটি সার্ভিস ভেঙে সেট পকেটে পুরে নেন। দ্বিতীয় সেটে ম্যাচে ফিরতে মরিয়া লড়াই চালিয়ে ইভারা এক সময় ৩-৩ করে ফেলেন। ফের ইভাদের সার্ভিস ভেঙে নবম গেমে সানিয়া নিজের সার্ভিসে সেট আর ম্যাচ দখল করে নেন। এই জয়ে সানিয়া-কারা দু’জনেই পেলেন ২৮০ র্যাঙ্কিং পয়েন্ট।
ফ্র্যাঞ্চাইজির জন্য দরপত্র ছাড়ল ফেডারেশন
আই লিগের সলতে পাকানোর কাজ শুরু করে দিল ফেডারেশন। এ বারের চ্যাম্পিয়ন বেঙ্গালুরুর সাফল্যকে সামনে রেখে নতুন ফ্র্যাঞ্চাইজি টিম পাওয়ার জন্য দরপত্র ছাড়ল ফেডারেশন। সোমবার ফুটবল হাউস থেকে পাওয়া যাবে দরপত্র। ১৫ মে ফ্র্যাঞ্চাইজিদের বোঝানোর জন্য সভা ডাকা হয়েছে। দরপত্র জমা দেওয়ার শেষ দিন ২ জুন। ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে সব জায়গায় আই লিগের টিম নেই সেই চেন্নাই, ঝাড়খন্ড, কোচি, দিল্লির মতো জায়গা থেকে কোনও ফ্র্যাঞ্চাইজি দরপত্র জমা দিলে তা বেশি গ্রহনযোগ্য হবে।
অলিম্পিকে রেকর্ড
রবিবার তাঁর ১০৭ তম জন্মদিন। তার আগেই হৃদরোগে মৃত্যু হল বিশ্বের সবচেয়ে বেশি বয়সি অলিম্পিয়ান ওয়াল্টার ওয়ালশের। ১৯০৭ সালের ৪ মে নিউ জার্সিতে জন্ম। মাত্র ১২ বছরে নিজের প্রথম রাইফেল হাতে পাওয়া ওয়াল্টার যে পরবর্তী জীবনে দুঁদে এফবিআই এজেন্ট হবেন তাতে আর আশ্চর্য কী! ১৯৪৮ লন্ডন অলিম্পিকে যখন প্রথম নামেন, তার আগেই ক’জন কুখ্যাত অপরাধী ধরে নামডাক হয়েছিল ওয়াল্টারের। অলিম্পিকে অবশ্য ৫০ মিটার ফ্রি পিস্তলে শেষ করেন ১২ তম হয়ে। তবে তাঁর অলিম্পিক রেকর্ড আরও পঁয়ষট্টি বছর পর। ২০১৩-য় ১০৫ বছর ও ৩২১ দিন বয়সে ওয়াল্টার হয় ওঠেন বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী অলিম্পিয়ান। ভাঙেন আর এক এফবিআই এজেন্ট, জিমন্যাস্ট রুডল্ফ শ্রাডের-এর সবচেয়ে দীর্ঘজীবী আলিম্পিয়ান হওয়ার রেকর্ড।
ভাল জায়গায় অনির্বাণ
ইন্দোনেশিয়া মাস্টার্স জেতার এক সপ্তাহের মধ্যে সিঙ্গাপুরের লাগুনা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ গল্ফেও ভাল জায়গায় ভারতের অনির্বাণ লাহিড়ী। দ্বিতীয় রাউন্ডে চার-আন্ডার ৬৮ স্কোর করে মোট ১১-আন্ডারে এগারো তম স্থানে বেঙ্গালুরুর বাঙালি। লিডারবোর্ডের শীর্ষে থাকা অ্যান্ডার্স হানসেন এবং পানুফল পিট্টিয়ারাতের থেকে পাঁচ শটে পিছিয়ে তিনি। তবে অনির্বাণের বন্ধুু ও কলকাতার ছেলে রাহিল গাঙ্গজি লিডারবোর্ডে আপাতত সপ্তম স্থানে। দ্বিতীয় রাউন্ডে ৭১ স্কোর করায় মোট ১২-আন্ডার ৫৪ করে হানসেনদের থেকে মাত্র চার শটে পিছিয়ে আছেন রাহিল। কলকাতার শিব শঙ্কর প্রসাদ চৌরাসিয়াও নয়-আন্ডার স্কোরে আপাতত কুড়িতম স্থানে।
ভারতের বিদায়
জাপানে অনুষ্ঠিত বিশ্ব টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে শেষ হয়ে গেল ভারতের চ্যালেঞ্জ। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের কাছে ১-৩ বিশ্রী হারেন ভারতের মেয়েরা। প্রথম সিঙ্গলসে কে শামিনি শুরুটা ভাল করেও পরের দিকে একগাদা ভুলের খেসারত দিয়ে চিনা বংশোদ্ভূত গুই লিনের কাছে হারেন ৮-১১, ১১-৭, ৫-১১, ১১-৯, ৭-১১। মনিকা বাত্রা সমতা ফেরান লিগিয়া সিলভাকে হারিয়ে। কিন্তু ক্যারোলিন কুমাহারার বিরুদ্ধে ভারতের অঙ্কিতা দাস হেরে বসায় মনিকাকে আবার চাপ মাথায় নিয়ে নামতে হয় ফিরতি সিঙ্গলসে। এবং ব্রাজিলের এক নম্বর প্লেয়ার গুই লিনের গতির সঙ্গে পাল্লা দিতে না পেরে হারেন ১২-১৪, ৭-১১, ১২-১০, ৫-১১।
বজ্র আঁটুনি
ক্যামেরা, ট্রানজিস্টর, লাইটার, দেশলাই আগেই ছিল। এ বার ক্রিকেট মাঠে নিষিদ্ধের তালিকায় ঢুকে পড়ল গাড়ির রিমোট চাবিও! দিল্লি পুলিশের তরফে যে সব বস্তু নিয়ে আইপিএল দেখতে আসা যাবে না বলে ঘোষণা করা হয়েছে, সেই তালিকায় এ বছর স্থান পেয়েছে গাড়ির চাবি, যদি তা রিমোট চালিত হয়। দিল্লি পুলিশের বজ্র আঁটুনির ঠেলায় খেলা দেখতে গাড়ি নিয়ে মাঠে যাওয়াটাই এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে দিল্লিবাসীর।
সরতে পারে প্লে অফ
ওয়াংখেড়ের বদলে মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে সরে যেতে পারে আইপিএলের প্লে-অফ পর্বের ম্যাচ। কারণ, ওয়াংখেড়েতে কিছু প্রশাসনিক সমস্যা রয়েছে।
নির্বাসিত গে
ডোপিং-এর দায়ে এক বছর নির্বাসিত হলেন একশো মিটারের প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন টাইসন গে। যুক্তরাষ্ট্রের তারকা স্প্রিন্টারের কাছ থেকে ২০১২ লন্ডন অলিম্পিকের ৪×১০০ রিলের রুপোও কেড়ে নেওয়া হয়েছে। গত বছরের জুন মাসে এক প্রতিযোগিতায় গে প্রথম ডোপ পরীক্ষায় ধরা পড়েন। খুব কম দিনের ব্যবধানে আরও দু’বার তাঁর দেহে নিষিদ্ধ অ্যানাবলিক স্টেরয়েড পাওয়া যায়। গে দোষ স্বীকার করলেও জানিয়েছিলেন, অ্যান্টিএজিং ক্রিম ব্যবহারেই বিপত্তি ঘটেছে। সাধারণত, এই ধরনের অপরাধের শাস্তি কমপক্ষে দু’বছরের নির্বাসন। তবে তদন্তে পূর্ণ সহযোগিতা করায় গে-র শাস্তি অর্ধেক করা হয়েছে, জানিয়েছে যুক্তরাষ্ট্রের ডোপ বিরোধী সংস্থা। শাস্তির মেয়াদ শুরু গত বছরের ২৩ জুন। ফলে কার্যত মাসখানেক পর থেকেই গে আবার প্রতিযোগিতায় নামতে পারবেন।
গেইল-শো
বাইশ গজে নয়, বেলি ডান্সারদের মাঝে।
দর্শক যুবরাজ-বিরাট। শনিবার বেঙ্গালুরুতে।
ছবি: পিটিআই