সেমিফাইনাল হেরে মনোজ-দিন্দা ঝামেলা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
সিএবি স্থানীয় ম্যাচে মোহনবাগানের কাছে হারের পর তীব্র ঝামেলা বেধে গেল কালীঘাটের দুই তারকা ক্রিকেটার মনোজ তিওয়ারি এবং অশোক দিন্দার মধ্যে। যার রেশে পরে আহত দিন্দা কাউকে কাউকে বলে দিলেন যে, পরের বছর মনোজ কালীঘাটে থাকলে তিনি খেলবেন কি না ভেবে দেখবেন। সল্টলেক যাদবপুর বিশ্ববিদ্যালয় মাঠে নকআউট সেমিফাইনালে প্রথমে ব্যাট করে মোহনবাগানের তোলা ২৪৩-৯ তাড়া করতে নেমে তখন বেশ চাপে ছিল কালীঘাট। ব্যাট করছিলেন কামাল হাসান মণ্ডল (৭১ নট আউট) এবং মনোজ তিওয়ারি (৪১)। ড্রেসিংরুমের বাইরে বসা অশোক দিন্দা তখন ব্যাটসম্যানদের উৎসাহ দিয়ে বলতে থাকেন, চালিয়ে খেলো। প্রত্যক্ষদর্শীদের কথায়, ক্রিজ থেকে ফিরে ড্রেসিংরুমে ঢোকার আগেই যা নিয়ে দিন্দার সঙ্গে বাগযুদ্ধে জড়িয়ে পড়েন মনোজ। তিনি নাকি বলেন, তাঁরা চেষ্টা করছিলেন ম্যাচটা জেতানোর। সেখানে চালাতে গিয়ে আউট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যা শুনে দিন্দা বলেন, তিনি মনোজকে কিছু বলেননি। কামাল হাসানকে বলছিলেন। তার পরেও বেশ কিছুক্ষণ দু’জনের মধ্যে তর্ক চলে। আহত দিন্দা পরে মাঠে উপস্থিত কয়েক জনকে বলেন, পরের বছর মনোজ কালীঘাটে থাকলে তিনি ক্লাবে না-ও খেলতে পারেন। ঘটনাটা নিয়ে অবশ্য কেউই মন্তব্য করতে চাননি। এ দিন মোহনবাগানের সর্বোচ্চ স্কোরার অধিনায়ক শুভময় দাস (৮৪ বলে ৭৫)। সফল বোলার মনোজ (৪-২৯)। কালীঘাটকে ১৭৫ রানে অল আউট করে দেওয়ার পিছনে রয়েছেন লক্ষ্মীরতন শুক্ল (৩-২৫) এবং সৌগত দত্ত (৩-১৯)। তারকা-ভর্তি ম্যাচে লক্ষ্মী-মনোজ-দিন্দা ছাড়াও খেলেন ঋদ্ধিমান সাহা।
দীপ্তায়ন শীর্ষে, হার মেরির
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
কলকাতা ওপেন গ্র্যান্ড মাস্টার দাবায় দ্বিতীয় দিন চমক বাংলার দীপ্তায়ন ঘোষের। প্রাক্তন অনূর্ধ্ব-১৬ বিশ্বচ্যাম্পিয়ন বি আধিবানকে দ্বিতীয় রাউন্ডে হারায় দীপ্তায়ন। তবে জাতীয় চ্যাম্পিয়ন মেরি অ্যান গোমস হেরে গিয়েছেন বাংলাদেশের আবদুল্লা আল রাকিবের কাছে। গোর্কি সদনে আলেখিন চেস ক্লাবের আয়োজনে চলা এই টুর্নামেন্টে দীপ্তায়ন ও দীপ সেনগুপ্ত-সহ আরও আট প্লেয়ার দু’পয়েন্ট নিয়ে শীর্ষে। শীষর্বাছাই নাইজেল শর্ট ও দ্বিতীয় বাছাই সের্জি ফেডোরচুক প্রথম দিন ড্র করার পর এ দিন জেতায় দু’জনেরই পয়েন্ট ১.৫। বাংলার অন্য প্লেয়ারদের মধ্যে নীলোৎপল দাস এ দিন হেরে গিয়েছেন বিদিত সন্তোষ গুজরাতির কাছে। তবে প্রাক্তন অনূর্ধ্ব-১২ বিশ্ব চ্যাম্পিয়ন দীপ সেনগুপ্ত হারিয়েছেন প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন স্বাতি ঘাটেকে।
গোয়ান ডার্বি জিতল সালগাওকর
গোয়ান ডার্বি জিতে বেঙ্গালুরুর ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করল ডেরেক পেরেরার সালগাওকর। এত দিন অবনমন নিয়েই হচ্ছিল আলোচনা। কারণ, সেখানে বাঁচার ধুন্ধুমার লড়াই লড়ছে ছ-ছ’টি দল। বুধবার গোয়ায় ডুডুরা ২-০ ডেম্পোকে হারানোর পর, তাঁদের সঙ্গে সুনীল ছেত্রীদের পয়েন্টের ব্যবধান দাঁড়িয়েছে মাত্র চার। ফলে, খেতাব জয়ের লড়াইও জমে গেল। দু’দলই খেলেছে ১৯টি করে ম্যাচ। পরিস্থিতি যা তাতে পাঁচটি ম্যাচের কোনওটিতে পয়েন্ট নষ্ট করলেই বিপদে পড়ে যাবে অ্যাশলে ওয়েস্টউডের বেঙ্গালুরু এফসি। এ দিন গোয়ায় সালগাওকরের হয়ে দু’টি গোল করেন বিকাশ জাইরু এবং ড্যারেল ডাফি।
কেষ্ট পাল প্রয়াত
জেলার খেলাধুলার দক্ষ সংগঠক, আইএফএ-র বর্তমান কোষাধ্যক্ষ কৃষ্ণ দাস পাল প্রয়াত হলেন। ময়দানে তাঁর পরিচিতি ছিল কেডি পাল নামে। মেদিনীপুর কলেজের শরীরশিক্ষার রিডার ছিলেন তিনি। কিছুদিন আগে হাসপাতাল থেকে সুস্থ হয়ে মেদিনীপুরের বাড়িতে ফিরেছিলেন। বুধবার দুপুরে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। কুড়ি বছর আইএফএ-তে কোষাধ্যক্ষ ছাড়াও বিভিন্ন সময়ে ছিলেন সচিব এবং সহ-সচিব পদে। সিএবি-র সহ-সভাপতিও ছিলেন এক সময়ে। সামলেছেন পশ্চিমবঙ্গ জেলা স্পোটর্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, সচিব-সহ বিভিন্ন পদ।
ইস্টবেঙ্গলের যুব দল মূল পর্বে
দাদারা না পারলেও, ভাইরা কিন্তু অনুর্ধ্ব-১৯ আই লিগের চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার হয়ে উঠছে। গ্রুপ লিগের এক ম্যাচ বাকি থাকতেই মূল পর্বে পৌঁছে গেল লাল-হলুদ। ছোটদের মিনি ডার্বিতে মহমেডানকে ৫-১ গোলে কার্যত উড়িয়ে দিল ইস্টবেঙ্গল। জিতেন মুর্মু হ্যাটট্রিক করলেন।
অন্য খেলায়
কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল আজ। রেফারি সংস্থার মাঠে। পুরস্কার দেবেন শিশির ঘোষ।
অচেনা মেজাজে টেনিস তারকা। খুদে ভক্তের সঙ্গে সেরেনা। ছবি: এএফপি।
অচেনা মেজাজে টেনিস তারকা। ডলফিনের সঙ্গে ইভানোভিচ। ছবি: এএফপি।