চোট আঘাতে বিপর্যস্ত ইস্ট-মোহন

মোহনবাগানের লড়াই অবনমন বাঁচানো। আর্মান্দো কোলাসোর ইস্টবেঙ্গল আবার খেতাব-দৌড় থেকে ছিটকে আই লিগ টেবিলে প্রথম তিনের লড়াইয়ে থাকতে চাইছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ মার্চ ২০১৪ ০৩:২২
Share:

মোহনবাগানের লড়াই অবনমন বাঁচানো। আর্মান্দো কোলাসোর ইস্টবেঙ্গল আবার খেতাব-দৌড় থেকে ছিটকে আই লিগ টেবিলে প্রথম তিনের লড়াইয়ে থাকতে চাইছে। শেষ ল্যাপের লড়াইতে নামার আগে অবশ্য দুই শিবির-ই মিনি হাসপাতাল। সঙ্গে তো কার্ড সমস্যা রয়েছেই। বাইরের দলগুলো যখন নতুন উদ্যমে নেমেছে তখন কলকাতার ক্লাবগুলির কেন এই হাল তা নিয়ে অবশ্য প্রশ্ন উঠে গিয়েছে।

Advertisement

স্পোটিং ক্লুবের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে আজ শুক্রবার গোয়া যাচ্ছে মোহনবাগান। কিন্তু টিম বাছতে সমস্যায় করিম বেঞ্চারিফা। চোটের তালিকায় শিল্টন পাল, আইবর। কার্ডের জন্য নেই ডেনসনও। ফলে চোট থাকা সত্ত্বেও কাতসুমি এবং কিংশুককে টিমের সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে। রাম মালিকও পুরো সুস্থ নন। ডেনসন না থাকায় তাঁকেও ১৮ জনের টিমে রাখা হয়েছে। অবনমন বাঁচাতে মোহনবাগানের হাতে রয়েছে আর চারটি ম্যাচ। তার মধ্যে দু’টি ম্যাচ জেতার লক্ষ্য রয়েছে মরক্কান কোচের। বৃহস্পতিবার সকালে অনুশীলনের পর করিম বলে দিলেন, “চারটি ম্যাচের মধ্যে দু’টিতে জিততেই হবে। রবিবার স্পোর্টিং ম্যাচ থেকে তিন পয়েন্ট পেয়ে গেলে আমাদের চাপ অনেকটাই কমে যাবে।” ইস্টবেঙ্গলও সমস্যায়। রীতিমতো মেল করে বৃহস্পতিবার চোটের তালিকা জানিয়েছেন দলের ম্যানেজার। যা কখনও হয়নি। এ দিন উগা ওপারার অ্যাচিলিস টেনডনে অস্ত্রোপচার হয়েছে। উগাকে ছ’সপ্তাহ পুরো বিশ্রামে থাকতে হবে। তার পর আরও ছ’সপ্তাহ রিহ্যাব করতে হবে। মাঠে ফিরতে কম করে চার মাস লেগে যাবে বলেই মনে করছেন ডাক্তাররা। ইস্টবেঙ্গলের সহ-সচিব ডাক্তার শান্তিরঞ্জন দাশগুপ্ত বললেন, “এই সব চোট সারাতে রিহ্যাব খুব গুরুত্বপূর্ণ। আর এই চোট থেকে মাঠে ফিরতে হলে প্রচুর পরিশ্রম করতে হবে। একই জায়গায় কিন্তু আবার চোট লাগার সম্ভাবনা থেকেই যায়।” এমনিতেই উগাকে আর পাওয়া যাবে না। গোদের ওপর বিষফোঁড়া, চোটের জন্য রবিবার রাংদাজিদের বিরুদ্ধে ম্যাচে নেই মেহতাব হোসেন, তুলুঙ্গা, লালরিন্দিকাও। এ দিন লাল-হলুদ কোচ মুখ খোলেননি। তবে অনুশীলনের পর অ্যালভিটো ডি’কুনহা বলে দিলেন, “রাংদাজিদ ভাল দল। র্যান্টি দলে যোগ দেওয়ায় আরও শক্তিশালী হয়েছে। লিগ টেবিলে প্রথম তিনের মধ্যে থাকাই এখন আমাদের লক্ষ্য।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement