কাপ কথা

শেষ পর্যন্ত বোনাস পেলেন নাইজিরিয়ার ফুটবলাররা। দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচের জন্য প্র্যাকটিসে যাওয়ার আগে এই বকেয়া বোনাস পেয়ে গেলেন স্যামুয়েল এটোরা। বকেয়া না পেয়ে বৃহস্পতিবার প্র্যাকটিসেই যাননি তাঁরা। শুক্রবার দলের মিডিয়া ম্যানেজার বেন আলায়া জানিয়ে দেন, “আর কোনও সমস্যা নেই। সবাই বোনাস পেয়ে গিয়েছে। তাই সবাই এখন ট্রেনিং করছে।”

Advertisement
শেষ আপডেট: ২৯ জুন ২০১৪ ০৪:০৬
Share:

অবশেষে বোনাস

Advertisement

শেষ পর্যন্ত বোনাস পেলেন নাইজিরিয়ার ফুটবলাররা। দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচের জন্য প্র্যাকটিসে যাওয়ার আগে এই বকেয়া বোনাস পেয়ে গেলেন স্যামুয়েল এটোরা। বকেয়া না পেয়ে বৃহস্পতিবার প্র্যাকটিসেই যাননি তাঁরা। শুক্রবার দলের মিডিয়া ম্যানেজার বেন আলায়া জানিয়ে দেন, “আর কোনও সমস্যা নেই। সবাই বোনাস পেয়ে গিয়েছে। তাই সবাই এখন ট্রেনিং করছে।” তবে এই জন্যই যে আগের দিন প্র্যাকটিস বাতিল করেছিলেন এটোরা, তা স্বীকার করলেন না আলায়া। তাঁর বক্তব্য টিম মিটিং অনেকক্ষণ চলায় আর প্র্যাকটিসের সময় ছিল না। সোমবার ফ্রান্সের বিরুদ্ধে তাদের ম্যাচ।

Advertisement


সম্রাট ও টার্বুনেটর। শনিবার রিওতে পেলের সঙ্গে হরভজন সিংহ। ছবি: পিটিআই

দুঃখ দিলেন রোনাল্ডোরা

পর্তুগাল প্রথম রাউন্ড থেকেই বিদায় নেওয়ায় দুঃখ পেয়েছেন বহু ব্রাজিলীয়। যেন নিজেদের টিমই ছিটকে গিয়েছে। কারণ, পর্তুগালের প্রতি এ দেশের মানুষের দুর্বলতা রয়েছে দুই দেশের সংস্কৃতি, ইতিহাস ও ভাষায় মিল থাকার জন্য। তাই এ বার বিশ্বকাপে ব্রাজিলীয়দের দ্বিতীয় ফেভারিট ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দলই। সাও পাওলোর টুরিস্ট গাইড জনের বক্তব্য, “ব্রাজিল ছাড়াও ফুটবলে আমরা পর্তুগালকে সমর্থন করি। তাই পর্তুগাল ছিটকে যাওয়ায় দুঃখই পেয়েছি আমরা।” তাই মার্কিনদের বিরুদ্ধে ম্যাচে বহু স্থানীয় মানুষের সমর্থন পেয়েছিলেন রোনাল্ডোরা। অনেক ব্রাজিলীয় তরুণকে রোনাল্ডোর সাত নম্বর জার্সি পরেও ঘুরতে দেখা গিয়েছে বিশ্বকাপে।

বিশ্বকাপে রোজা

বিশ্বকাপের মধ্যে রোজা রাখবেন না মেসুট ওজিল। তবে এই আসরে অংশ নিতে আসা মুসলিম সম্প্রদায়ের ফুটবলাররা কিন্তু অনেকেই রোজা রাখবেন বলে ঠিক করেছেন। তাঁদের জন্য সর্বক্ষণের চিকিৎসা ব্যবস্থা রাখছে ফিফা। মুসলিমপ্রধান দেশগুলির মধ্যে ইরান ও বসনিয়া ছিটকে গেলেও শেষ ষোলয় উঠেছে আলজিরিয়া। এই রাউন্ডে আবার ওজিলের জার্মানির বিরুদ্ধেই খেলবে তারা। ওজিল বলেছেন, “এ বছর রোজা রাখা আমার পক্ষে কঠিন। যা পরিশ্রম যাচ্ছে তার পর সারা দিন রোজা রাখলে শরীরে খুব ক্ষতি হবে।” আলজিরিয়ার ফুটবলাররা কিন্তু রোজা রাখছেন। সে জন্য তারা দোহার এক বিশেষজ্ঞ চিকিৎসক হাকিম চালাবির সাহায্যও নিচ্ছে। রোজা রাখা ফুটবলারদের মাঠে চাঙ্গা রাখার ব্যাপারে এই ভদ্রলোক ওস্তাদ। সবচেয়ে কঠিন খেলার সময় জল না খেয়ে থাকা।

‘ধন্যবাদ ব্রাজিল’

এক বছর আগেও ব্রাজিলে বিশ্বকাপ হওয়ার সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেছিল বেশ কয়েকটি অংশগ্রহনকারী দেশের ফেডারেশন। সেই ব্রাজিলেই শান্তিপূর্ণ বিশ্বকাপের জন্য ব্রাজিলকে ধন্যাবাদ দিলেন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার। ফিফার ওয়েবসাইটে বললেন, “এখন রাস্তার চেয়ে বিশ্বকাপের আসরে বেশি ব্রাজিলীয়। প্রতিবাদ মিছিলের চেয়ে তারা বেশি সংখ্যায় এখন ফ্যান-ফেস্টে। সে জন্য ব্রাজিলীয়দের ধন্যবাদ।”

‘নেইমারজেটস্’

নেইমারের ফ্যান ক্লাবে ভর্তি ব্রাজিল। হাজার দশেক তো বটেই। এগুলোকেই এখানে বলা হয়ে থাকে ‘নেইমারজেটস্’, যাদের কাছে ব্রাজিলের এই সেরা তারকা ঈশ্বরের কাছকাছি। ব্রাসিলিয়ার এমনই এক ফ্যান ক্লাবের সদস্যা ১৭ বছর বয়সি রেলেন অ্যান্ড্রেড-এর ইচ্ছা, “নেইমারকে যে দিন একটা চুম্বন দিতে পারব, সে দিনই জীবনের বড় ইচ্ছাটা পূরণ হবে। ওকে চুমু খেয়ে বলতে চাই, আই লাভ ইউ।” টুইটারে নেইমারকে হাজারো মেসেজ পাঠিয়েছেন রেলেন। এক বারই মাত্র জবাব পেয়েছেন। “অলিম্পিকের সময় এক দিন টুইট করেছিলাম, ‘গুড লাক, একটা গোল আজ হবে তো?’ নেইমার বলে, ‘একটা কেন, দুটো হবে’। সত্যিই সে দিন ও দুটো গোল দিয়েছিল।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement