এক নজরে বিশ্বকাপ

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে আফগানিস্তানের পর নেপালের বিরুদ্ধেও বড় জয় পেল বাংলাদেশ। জাহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার মুশফিকুর রহিমরা জিতলেন ৮ উইকেটে। এই জয়ে গ্রুপ ‘এ’ থেকে মূলপর্বে যাওয়া প্রায় নিশ্চিত করে ফেললেন সাকিব আল হাসানরা। এ দিন প্রথমে ব্যাট করে নেপাল ১২৬-৫ থামে। জবাবে ব্যাট করতে নেমে ১৫.৩ ওভারে ১৩২-২ তুলে ম্যাচ মুঠোয় পুরে নেয় বাংলাদেশ। সাকিব অপরাজিত থাকেন ৩৭ রানে।

Advertisement
শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৪ ০২:১৪
Share:

মূলপর্বের দিকে বাংলাদেশ
সংবাদ সংস্থা • চট্টগ্রাম

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে আফগানিস্তানের পর নেপালের বিরুদ্ধেও বড় জয় পেল বাংলাদেশ। জাহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার মুশফিকুর রহিমরা জিতলেন ৮ উইকেটে। এই জয়ে গ্রুপ ‘এ’ থেকে মূলপর্বে যাওয়া প্রায় নিশ্চিত করে ফেললেন সাকিব আল হাসানরা। এ দিন প্রথমে ব্যাট করে নেপাল ১২৬-৫ থামে। জবাবে ব্যাট করতে নেমে ১৫.৩ ওভারে ১৩২-২ তুলে ম্যাচ মুঠোয় পুরে নেয় বাংলাদেশ। সাকিব অপরাজিত থাকেন ৩৭ রানে।

Advertisement

ওয়েস্ট ইন্ডিজ জিতল

ফাতুল্লাহ, ১৮ মার্চ: গেইল ঝড়ের সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে উড়ে গেল ইংল্যান্ড। সোমবারই ক্রিস গেইল হুঙ্কার দিয়েছিলেন, ‘যে কোনও অবস্থায় সেঞ্চুরি করতে পারি’। এ দিন ইংল্যান্ডের প্রথমে ব্যাট করে ১৩১-৭ রান তোলার পর জবাবে ১৬.১ ওভারে ১৩২-৩ তুলে জিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। গেইল ৩৮ বলে অপরাজিত ৫৮ রান করেন। ইয়ন মর্গ্যান ছাড়া (৪৩ ন.আ) কোনও ইংরেজ ব্যাটসম্যান ডারেন স্যামি, সুনীল নারিনদের বিরুদ্ধে দাঁড়াতে পারেননি। বাঁ-হাতি মিডিয়াম পেসার ক্রিশমার সানটোকি ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে এ দিন সবচেয়ে সফল (৩-২৪)।


পায়ের আঙুলের সংক্রমণ তাঁকে ছিটকে দিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে।
তাঁর দ্রুত আরোগ্য কামনা করে মিচেল জনসনকে টুইটারে বার্তা হোয়াইট, ফিঞ্চদের।

কোচের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

চট্টগ্রাম, ১৮ মার্চ: নিজের টিমের কোচের বিরুদ্ধেই গুরুতর অভিযোগ আনলেন নেদারল্যান্ডসের ব্যাটসম্যান টিম গ্রুইটার্স। চোটের জন্য কিছুদিন আগেই গ্রুইটার্সের পরিবর্তে টিমে এসেছেন টম কুপার। কিন্তু গ্রুইটার্সের অভিযোগ তিনি আদৌ চোট পাননি। কুপারকে সুযোগ দিতেই তাঁর ভুয়ো চোটের ব্যাপারটা সামনে আনেন টিমের কোচেরা। কুপার শেফিল্ড শিল্ডে ব্যস্ত থাকায় টিমে ছিলেন না। কিন্তু শেফিল্ড শিল্ড ফাইনালে খেলার সুযোগ একটুর জন্য ফস্কাতেই তাঁকে ডাচ টিমে নিতে রীতিমতো প্রতারণার পথে চলে যান কোচেরা। তাঁর বক্তব্য জানিয়ে ইউটিউবে ভিডিও-ও পোস্ট করেন গ্রুইটার্স। বলেন, “অনেক আগে থেকেই আমার পিটে চোট রয়েছে। পুরনো চোট অনেকেরই থাকতে পারে। এই মুহূর্তে আমার ফিটনেস ও ফর্ম দুরন্ত। তবু জোর করে আমায় স্ক্যান করতে বলা হয়।” ডাচ টিমের প্রধান কোচ এড নিয়েরোপ যদিও গ্রুইটার্সের অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, “বাদ যাওয়ায় হতাশা থেকেই এ সব বলছে গ্রুইটার্স। অনেকটা আঙুল ফল টকের মতো ব্যাপার। ওর পিঠে চোটের সমস্যা ছিলই। আমরা চট্টগ্রামে অন্য চিকিৎসকদের দিয়ে স্ক্যান করিয়েছে। তাঁরা যা বলেছেন সেটাই মেনে চলার চেষ্টা করেছি।”

জনসনের জায়গায় বোলিঞ্জার

ঢাকা, ১৮ মার্চ: পায়ের আঙুলে সংক্রমণ। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপে মিচেল জনসনকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। জীবনের সেরা ফর্মে থাকা পেসারের দাপটে অ্যাসেজ ও সদ্য দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। তাই তাঁর না থাকাটা অজিদের কাছে বড় ধাক্কা। সেটা মেনেও নিচ্ছেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টিমের ক্যাপ্টেন জর্জ বেইলি। “আমরা মিচের অভাব অনুভব করব সে ব্যাপারে সন্দেহ নেই। গত ছ’মাসে মিচের ফর্ম দেখুন। অবিশ্বাস্য পারফরম্যান্স। এর আগে উপমহাদেশে অক্টোবরে ভারতের বিরুদ্ধে সিরিজ খেলেছি। সেই সিরিজেও মিচ দুরন্ত বোলিং করেছে,” বলেন বেইলি। তবে জনসনের পরিবর্তে টিমে আসা ডগ বোলিঞ্জারকে পেয়ে খুশি বেইলি। তিনি বলে দেন, “আমরা ভাগ্যবান বোলিঞ্জারের মতো পরিবর্ত বোলার পেয়েছি। ও খুব ভাল ফর্মে রয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement