আফ্রিদিদের সামনে হয়তো বাংলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কলকাতায় এসে পাকিস্তান যে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে, তার একটিতে তাদের প্রতিপক্ষ হতে চলেছে মনোজ তিওয়ারির বাংলা। আইসিসি-র সূচি অনুযায়ী ওই ম্যাচটি শাহিদ আফ্রিদিদের কোনও স্থানীয় দলের বিরুদ্ধে খেলার কথা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:৫২
Share:

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কলকাতায় এসে পাকিস্তান যে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে, তার একটিতে তাদের প্রতিপক্ষ হতে চলেছে মনোজ তিওয়ারির বাংলা। আইসিসি-র সূচি অনুযায়ী ওই ম্যাচটি শাহিদ আফ্রিদিদের কোনও স্থানীয় দলের বিরুদ্ধে খেলার কথা। তাই সেই স্থানীয় দল হিসেবে বাংলাকেই নামানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সিএবি।

Advertisement

১২ মার্চ মনোজরা এই ম্যাচে শাহিদ আফ্রিদিদের মুখোমুখি হতে চলেছেন বলে সিএবি সূত্রের খবর। কিন্তু মুম্বইয়ে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে হেরে ফেরার পর বাংলার ক্রিকেটাররা একসঙ্গে মাঠে নামেননি। তাই এই ম্যাচের জন্য বাংলা দলের প্র্যাকটিস ডাকারও ভাবনা রয়েছে বলে সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানান। এ দিন তিনি বলেন, ‘‘স্থানীয় দল হিসেবে বাংলার চেয়ে ভাল দল আর কী হতে পারে? বাংলার সেরা দলই নামবে ওই ম্যাচে। কোচ সাইরাজ বাহুতুলে এসে প্র্যাকটিসও করাবে ওদের।’’

বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তান নামার আগে অবশ্য ভারতের বিশ্বকাপ দল চলে আসবে শহরে। ১০ মার্চ। ইডেনে এই ম্যাচে নামার তিন দিন আগে ৭ মার্চ সম্ভবত চলে আসবে তারা। বাংলাদেশে এশিয়া কাপে রওনা হওয়ার আগে ভারতীয় দলের ক্রিকেটাররা কলকাতায় জমায়েত হবেন আগামী শনিবার। মহেন্দ্র সিংহ ধোনিরা এখান থেকেই ঢাকা রওনা হবেন পরের দিন। রওনা হওয়ার আগে ভারতীয় দলের সাংবাদিক বৈঠকও হওয়ার কথা শহরে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement