মাদ্রিদ ডার্বি ড্র করে আফসোস জ়িদানের

রিয়াল মাদ্রিদ ম্যানেজার জ়িনেদিন জ়িদান স্বীকার করেছেন, তাঁর দলের খেলায় সে ভাবে কোনও সৃষ্টিশীলতা ছিল না। তবু ম্যাচটা তাঁদেরই জেতার কথা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৯ ০৫:০২
Share:

বল দখলের লড়াই।—ছবি এএফপি।

মাদ্রিদ ডার্বির মীমাংসা হল না। শনিবার আতলেতিকো ০-০ ড্র করল রিয়ালের সঙ্গে। ওয়ান্ডা মেত্রোপলিতানোয় গোল করার সেরা সুযোগটা পেয়েছিলেন করিম বেঞ্জেমা। কিন্তু আতলেতিকো গোলরক্ষক ইয়ান অবলাক অসাধারণ দক্ষতায় বেঞ্জেমার হেড রুখে দেন। ম্যাচ ড্র হওয়ায় রিয়ালই লা লিগা টেবলের শীর্ষে। ৭ ম্যাচে তাদের পয়েন্ট ১৫। দুই থেকে পাঁচে রয়েছে গ্রানাদা, আতলেতিকো, বার্সেলোনা ও রিয়াল সোসিদাদ।

Advertisement

রিয়াল মাদ্রিদ ম্যানেজার জ়িনেদিন জ়িদান স্বীকার করেছেন, তাঁর দলের খেলায় সে ভাবে কোনও সৃষ্টিশীলতা ছিল না। তবু ম্যাচটা তাঁদেরই জেতার কথা। বললেন, ‘‘সব সময় একটা দলের গভীরতার কথা ভাবলে চলবে না। শক্তির কথাও বলতে হবে। সব চেয়ে বড় ব্যাপার, এই ম্যাচে আমরা ওদের বিশেষ কিছু করার সুযোগ দিইনি। ছেলেদের খেলায় খুশি না হওয়ার কারণ নেই। হ্যাঁ, তেমন কিছু সৃষ্টিশীলতা ছিল না আমাদের খেলায়। তবু যা সুযোগ এসেছে, তা থেকে গোল হলে আমাদের জেতা

উচিত ছিল।’’ রিয়ালে আসা ইস্তক প্রচুর প্রত্যাশা ছিল এডেন অ্যাজ়ারকে নিয়ে। মাদ্রিদ ডার্বিতে তিনি খুব ভাল খেলতে পারেননি। জ়িদান কিন্তু বলেছেন, ‘‘আস্থা হারালে চলবে না। এডেন অসম্ভব প্রতিভাবান। আর একটু সময় দিতেই হবে নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য।’’ সের্খিয়ো র‌্যামোস মনে করেন, এই মুহূর্তে তাঁদের উদ্বেগের সব চেয়ে বড় কারণ হল বাজে পয়েন্ট নষ্ট করা। জ়িদানও তাঁর সঙ্গে একমত। বললেন, ‘‘আজই যেমন আমাদের জেতার কথা।’’ সম্ভবত এই প্রথম গ্যারেথ বেলের এতটা প্রশংসা করলেন রিয়ালের ফরাসি কোচ। বলেছেন, ‘‘গ্যারেথ অসাধারণ খেলছে। সব চেয়ে বড় কথা দরকার হলেই নীচে নেমে ডিফেন্ডারদের সাহায্য করছে। তাই রক্ষণেও আমাদের শক্তি এ বার অনেকটাই বেড়েছে বলে মনে করি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement