Bangladesh

ZIM v Ban: শাকিবদের হারিয়ে টি২০ সিরিজে সমতা ফেরাল জিম্বাবোয়ে

৮ বলে ৫ রান করে বোল্ড হন মহম্মদ নইম। সৌম্য সরকার ফেরেন ৭ বলে ৮ রান করে। ব্যর্থ হন শাকিব আল হাসানও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২১ ০০:২৭
Share:

সমতা ফেরাল জিম্বাবোয়ে টুইটার

জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে হেরে গেল বাংলাদেশ। ২৩ রানে হারতে হল তাদের। এই জয়ের ফলে সিরিজে সমতা ফেরাল জিম্বাবোয়ে। তিন ম্যাচের সিরিজে আপাতত ফল ১-১।

Advertisement

প্রথমে ব্যাট করে ১৬৬ রান করে জিম্বাবোয়ে। জবাবে ব্যাট করতে নেমে ১৪৩ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। রান তাড়া করতে নেমে মাত্র ১৭ রানে দুই উইকেট পড়ে যায় বাংলাদেশের।

৮ বলে ৫ রান করে বোল্ড হন মহম্মদ নইম। সৌম্য সরকার ফেরেন ৭ বলে ৮ রান করে। ব্যর্থ হন শাকিব আল হাসানও। ১০ বলে ১২ রান করে আউট হন তিনি। একটা সময়ে ৫৩ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। শামিম হোসেনের লড়াই সত্ত্বেও জিততে পারেনি বাংলাদেশ। ১৩ বলে ২৯ রান করেন তিনি।

Advertisement

জিম্বাবোয়ের হয়ে ভাল ব্যাট করেন ওয়েসলি মাহদেভে। ৫৭ বলে ৭৩ রান করেন তিনি। ভাল বল করেন ওয়েলিংটন মাসাকাদজা। ২০ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেনে তিনি। লুক জোংওয়ে ৩১ রান দিয়ে তিন উইকেট পান। ব্লেসিং মুজারাবানি পান দুটি উইকেট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement