টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টেনে ওঠার দিকে আরও এক ধাপ এগোলো জিম্বাবোয়ে। বৃহস্পতিবার দ্বিতীয় কোয়ালিফায়ারে স্কটল্যান্ডকে ১১ রানে হারিয়ে দুইয়ে দুই সিবান্দারা।
টস জিতে এ দিন প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবোয়ে। শন উইলিয়ামসের ৫৩ রানের সৌজন্যে ২০ ওভারে জিম্বাবোয়ে তোলে ১৪৭-৭। জবাবে ব্যাট করতে নেমে ১৩৬ রান অল আউট স্কটল্যান্ড। বোলিংয়ে আর এক মাসাকাদজা (ওয়েলিংটন) দাপট দেখান। ২৮ রান দিয়ে ৪ উইকেট নিয়ে। বিধ্বংসী স্পেলের জন্য যিনি নির্বাচিত হলেন ম্যাচের সেরা। স্কটল্যান্ডের বেরিংটন (৩৬) ও মমসেন (৩১ ন.আ.) আশার আলো দেখালেও কোনও বড় পার্টনারশিপ তৈরি হয়নি। শুরুতে আবার রান নিতে গিয়ে হ্যামিল্টন মাসাকাদজার সঙ্গে সিবান্দার ধাক্কাও লাগে। ম্যাচ শেষে যে প্রসঙ্গে মাসাকাদজা বলেন, ‘‘সিবান্দা ঠিকই আছে। ওর কিছু হয়নি।’’ জিম্বাবোয়ের জয়ের পরে সমর্থকরাও টুইটার জুড়ে পোস্ট করতে থাকেন, ‘‘দুটো ম্যাচে আপাতত দল ভাল। অলরাউন্ড ক্রিকেট ভাল খেলছে জিম্বাবোয়ে।’’
টানা দুটো ম্যাচ জিতে চার পয়েন্টে গ্রুপে দ্বিতীয়তে থাকল জিম্বাবোয়ে। এখনও নিশ্চিত হয়নি তাঁদের দ্বিতীয় রাউন্ডে যোগ্যতা অর্জনের ভাগ্য। কারণ জিম্বাবোয়ের মতো আফগানিস্তানও এ দিন জিতেছে। হংকং-কে ৬ উইকেটে হারিয়ে জিম্বাবোয়ের সঙ্গে চার পয়েন্টে শীর্ষে থাকল আফগানিস্তান। ম্যাচের সেরা হলেন মহম্মদ নবি। শনিবার গ্রুপের শেষ ম্যাচে জিম্বাবোয়ে বনাম আফগানিস্তান এখন হয়ে দাঁড়াল নকআউট। জয়ী দলই চলে যাবে সুপার টেনে।