New Zealand

রান পেলেন না রুট, দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড ৭ উইকেটে ২৫৮

ররি বার্নস ও ড্যান লরেন্স ভাল ব্যাট না করলে ইংল্যান্ড আড়াইশো রানের গণ্ডিও পেরতো না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১১ জুন ২০২১ ০০:৩৫
Share:

প্রথম দিনের শেষে ভাল জায়গায় নিউজিল্যান্ড। ছবি পিটিআই।

শুরুটা ভাল করেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে কিছুটা পিছনের পায়ে ইংল্যান্ড। প্রথম দিনের শেষে তারা ৭ উইকেটে ২৫৮ রান তুলেছে। ররি বার্নস ও ড্যান লরেন্স ভাল ব্যাট না করলে ইংল্যান্ড আড়াইশো রানের গণ্ডিও পেরতো না।

Advertisement

বার্নস ৮১ রান করেন। লরেন্স ৬৭ রানে অপরাজিত রয়েছেন। বার্নসের ইনিংসে ১০টি চার রয়েছে। লরেন্সের অপরাজিত ইনিংসে ১১টি চার রয়েছে।

টস জিতে ইংল্যান্ড অধিনায়ক জো রুট ব্যাট করার সিদ্ধান্ত নেন। দুই ওপেনার বার্নস ও সিবলি প্রথম উইকেটে ৭২ রান তুলে ফেলেন। কিন্তু এরপরেই ১৩ রানের মধ্যে ইংল্যান্ডের ৩ উইকেট চলে যায়। সবার প্রথম আউট হন সিবলি। তিনি ৩৫ রান করেন। পরের ওভারেই জ্যাক ক্রলিও (০) আউট হন। ইংল্যান্ড এরপর সবথে বড় আঘাতটা পায় অধিনায়ক জো রুট ফিরে যাওয়ায়। রুট ৪ রান করেন। অলি পোপ (১৯), জেমস ব্রেসি (০) রান পাননি। লরেন্সের সঙ্গে উইকেটে রয়েছেন মার্ক উড (অপরাজিত ১৬)।

Advertisement

নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি এবং আজাজ পটেল ২টি করে উইকেট নেন। নিল ওয়াগনার ১টি উইকেট নেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement