Yuzvendra Chahal

চহালের ‘সঙ্গীত’-এ নেচে বাজিমাত করলেন শিখর ধওয়ন

বিয়ের পর থেকেই সেই সংক্রান্ত নানা অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন যুজবেন্দ্র চহাল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০ ২২:২২
Share:

ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম।

যুজবেন্দ্র চহাল বল হাতে এবং শিখর ধওয়ন ব্যাট হাতে একাধিকবার ভেল্কি দেখিয়েছেন। কিন্তু ভারতীয় দলের এই দুই ক্রিকেটারের অন্য রূপ দেখা গেল বৃহস্পতিবার। দুজনেই চুটিয়ে নাচছেন। সেটি চহালের বিয়ের ‘সঙ্গীত’ অনুষ্ঠানে।

Advertisement

বিয়ের পর থেকেই সেই সংক্রান্ত নানা অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন যুজবেন্দ্র চহাল। বৃহস্পতিবার তিনি ‘সঙ্গীত’ অনুষ্ঠানের ছবি পোস্ট করলেন। তাতে দেখা যাচ্ছে তিনি ও চহাল জমিয়ে নাচছেন। রয়েছেন সদ্য বিবাহিত চহালের স্ত্রী ধনশ্রী বর্মাও।

ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি পোস্ট করে ধওয়ন লিখেছেন, ‘‘এই বছরের সবথেকে আকর্ষণীয় ও উত্তেজক পারফরম্যান্স।’’ চহাল এবং কোরিয়োগ্রাফার ধনশ্রী গত সপ্তাহে বিয়ে করেন। তারপর থেকে প্রায় রোজই সোশ্যাল মিডিয়ায় দুজনেই নানা মুহূর্তের ছবি পোস্ট করছেন। কখনও বাদগান, কখনও বিয়ে, কখনও মধুচন্দ্রিমার ছবি পোস্ট করছেন তাঁরা। বৃহস্পতিবার প্রকাশ্যে এল ‘সঙ্গীত’-এর ছবি।

Advertisement

আপাতত দুজনে দুবাইয়ে মধুচন্দ্রিমা উদযাপন করছেন। সেখানে তাঁদের নৈশভোজে আমন্ত্রণ করেন মহেন্দ্র সিংহ ধোনি। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন নবদম্পতি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement