Yuzvendra Chahal

চহালের পোস্ট করা টিকটক ভিডিয়োয় টুপি পরা ব্যক্তি কে?

চহালের সঙ্গে যে তিন জন রয়েছেন, তাঁদের মধ্যে দু’জনকে পরিষ্কার দেখা যাচ্ছে। তাঁরা হলেন শ্রেয়স আইয়ার ও শিবম দুবে। কিন্তু, আর একজনকে চেনা যাচ্ছে না। একমাত্র তাঁর মাথাতেই রয়েছে টুপি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৪১
Share:

চহালের পোস্ট করা মিউজিক ভিডিয়োয় নাচছেন ক্রিকেটাররা। ছবি টুইটার থেকে নেওয়া।

যুজবেন্দ্র চহালের পোস্ট করা টিকটক ভিডিয়ো আলোড়ন তুলল সোশ্যাল মিডিয়ায়। যাতে দেখা যাচ্ছে যে তিন সতীর্থের সঙ্গে মিউজিকের তালে তালে নাচছেন তিনি।

Advertisement

চহালের সঙ্গে যে তিন জন রয়েছেন, তাঁদের মধ্যে দু’জনকে স্পষ্ট দেখা যাচ্ছে। তাঁরা হলেন শ্রেয়স আইয়ার ও শিবম দুবে। কিন্তু, আর একজনকে চেনা যাচ্ছে না। একমাত্র তাঁর মাথাতেই রয়েছে টুপি। যার আড়ালে তাঁর মুখ দেখা যাচ্ছে না। ফলে, শুরু হয়েছে জল্পনা যে, এই ব্যক্তি কে।

সোশ্যাল মিডিয়ায় অনেকেই টুপি পরা এই ব্যক্তিকে রোহিত শর্মা বলে মনে করছেন। কেউ আবার তাঁকে ঋষভ পন্থ বলেও মনে করছেন। কেউ কেউ তো এমনও লিখেছেন যে, “রোহিত কেন নিজের মুখ ঢেকে রেখেছেন? তাঁকে তো সহজেই চেনা যাচ্ছে।”

Advertisement

আরও পড়ুন: চোট সারেনি এখনও, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকেও ছিটকে গেলেন হার্দিক

আরও পড়ুন: নির্বাচক কমিটির প্রধান হওয়ার প্রধান শর্ত কী? খোলসা করলেন সৌরভ​

রোহিত হন বা অন্য কেউ হন, এটা পরিষ্কার যে, ভারতীয় শিবির রয়েছে ফুরফুরে মেজাজে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বিরাট কোহালির দল এখন ৪-০ এগিয়ে। এর মধ্যে তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টিতে জয় এসেছে সুপার ওভারে। দু’টো ম্যাচেই শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছিল ভারত। যার ফলে নিউজিল্যান্ডের হাতের মুঠো থেকে বেরিয়ে গিয়েছিল ম্যাচ। দু’বারই ২০ ওভারে টাই হওয়ায় সুপার ওভারে গড়িয়েছিল ম্যাচ। আর তাতে বাজিমাত করে টিম ইন্ডিয়া। এর মধ্যে হ্যামিল্টনে তৃতীয় টি-টোয়েন্টিতে শেষ দুই বলে ছয় মেরে ৩-০ করেছিলেন রোহিত শর্মা। ওয়েলিংটনে শুক্রবার সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হয়েছিল হিটম্যানকে। রবিবার সিরিজ ৫-০ করার লক্ষ্যে নামছেন কোহালিরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement