Yuzvendra Chahal

‘তোমার সঙ্গে শেষ অবধি হেঁটে যেতে চাই’, বাগদত্তার সঙ্গে চহালের ছবি ভাইরাল

মঙ্গলবার স্পিনার যুজবেন্দ্র চহালের পোস্ট করা একটা ছবি ভাইরাল হয়ে যায় নেটাগরিকদের মধ্যে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২০ ২২:০৫
Share:

ধনশ্রীর সঙ্গে চহাল। ছবি: সোশ্যাল মিডিয়া

শুক্রবার থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া একদিনের সিরিজ। তার আগে মঙ্গলবার স্পিনার যুজবেন্দ্র চহালের পোস্ট করা একটা ছবি ভাইরাল হয়ে যায় নেটাগরিকদের মধ্যে।

Advertisement

ছবিটিতে দেখা যাচ্ছে বাগদত্তা ধনশ্রী ভার্মা হাত ধরে রয়েছেন চহালের। পিছনে সূর্যাস্তের মনোরম দৃশ্য। ক্যাপশনে লেখা ‘তোমার সঙ্গে শেষ অবধি হেঁটে যেতে চাই’। এমন প্রেম প্রদর্শন নেটাগরিকদের বেশ লেগেছে তা বলাই যায়। ধনশ্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে লেখা, তিনি কোরিওগ্রাফার, চিকিসক এবং ইউটিউবার। অস্ট্রেলিয়াতে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে প্রায় নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন চহালরা। প্রিয় মানুষের সঙ্গ হয়তো মিস করছেন ভারতীয় স্পিনার। তাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই এই প্রেম প্রদর্শন।

আরও পড়ুন: দশকের সেরা ক্রিকেটারের তালিকায় বিরাট, নেই ধোনি-রোহিত

Advertisement

২৭ নভেম্বর থেকে শুরু হতে চলা একদিনের সিরিজে রয়েছেন চহাল। এরপর টি২০ সিরিজেও খেলবেন। টেস্ট দলে তাঁকে রাখা হয়নি। অস্ট্রেলিয়ার মাটিতে এই গুরুত্বপূর্ণ সিরিজে সাদা বলে স্পিনের দায়িত্ব তাঁর কাঁধেই। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সতীর্থর কাছ থেকে উইকেট চাইবেন অধিনায়ক বিরাট কোহালি।

A post shared by Yuzvendra Chahal (@yuzi_chahal23)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement