আবার লড়াই। কখনও চোটের জন্য কখনও মারণ রোগ ক্যান্সারের জন্য। কিন্তু তবুও সব কিছুর সঙ্গে লড়াই করে মাঠে ফিরেছেন যুবরাজ সিংহ। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর জাতীয় দলের জার্সি ফিরে পেয়েছিলেন এশিয়া কাপে ও টি২০ বিশ্বকাপে। কিন্তু চোট পেয়ে সেমিফাইনাল থেকে ছিটকে যান তিনি। সেই চোট থেকে মুক্ত হয়ে আইপিএল-এ এখনও নামতে পারেননি যুবি। এই বছর খেলছেন হায়দরাবাদের হয়ে। এখনও আইপিএল-এ মাঠে নামতে পারেননি। চলছে নতুন করে ফেরার যুদ্ধ। আর সেই যুদ্ধই বলছে খুব দ্রুত মাঠে ফিরবেন তিনি। জানিয়েও দিলেন সে কথা। বলেন, ‘‘আমি ৬ মে আইপিএল ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছি। আশা করছি তার মধ্যে ফিট হয়ে যাব। এখনও পুরোপুরি নিশ্চিত নই। খেলতেই পারব। কিন্তু সেটাকেই টার্গেট করে এগোচ্ছি।’’
তাঁর দল হায়দরাবাদ ইতিমধ্যেই খেলে ফেলেছে তিনটি ম্যাচ। যার মধ্যে একটিতে জিতলেও দুটোতে হারের মুখ দেখতে হয়েছে। অন্যদিকে দলের আরও এক অভিজ্ঞ প্লেয়ার আশিস নেহরা চোটের জন্য আপাতত বাইরে। যুবরাজের বিশ্বাস তিনি আর নেহরা ফিরলে দলের ভারসাম্য অনেকটাই ঠিক হয়ে যাবে। তিনি বলেন, ‘‘সানরাইজার্স তিনটি ম্যাচ খেলেছে। ওরা একটি জিতেছে আর একটি হেরেছে। আমার বিশ্বাস দল ঘুরে দাঁড়াবে। আমি ফিরলে দলের ব্যাটিং, বোলিং দুই-ই শক্তিশালী হবে। তবে যতদিনে আমি দলে যোগ দেব ততদিনে দল বেশ কয়েকটি ম্যাচ জিতে যাবে। আর আমরা ভাল জায়গায় থাকব। আমি আমার দলকে শুভেচ্ছা জানাচ্ছি।’’
আরও খবর
সাদা যুগ পেরিয়ে টেস্টের রঙিন যাত্রা শুরু ভারতের মাটিতে