cricket

‘আমার ফিটনেস আইডল’- বিরাট, বুমরার ছবি দেখে বললেন যুবরাজ

টেস্ট র‍্যাঙ্কিং-এ আপাতত প্রথম স্থানে রয়েছে ভারত। এরপরেই রয়েছে অস্ট্রেলিয়া। আগামী দু’ বছর ধরে মোট ৯টি দল ২৭টি সিরিজে খেলবে ৭১টি টেস্ট।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৯ ১৫:৪৪
Share:

অ্যান্টিগায় বিরাট ও বুমরা। ছবি: সোশ্যাল মিডিয়া

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টের আগে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেল বিরাট কোহালি,যশপ্রীত বুমরাদের।অ্যান্টিগার জলি বিচে সময় কাটানোর সময়ে বেশ কিছু ছবিও তোলেন তাঁরা। বিরাট এবং যশপ্রীতের খালি গায়ে ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে ওঠে। বিরাটের সঙ্গে বিচে সময় কাটানোর ছবি ইনস্টাগ্রামে দিয়ে বুমরা লেখেন ‘বিরাট আর দলের সঙ্গে সূর্যস্নান’।আর সেই ছবিতেই একের পর এক কমেন্ট করতে থাকেন বিশ্বের বহু ক্রিকেটার। খালি গায়ে দু’জনের সিক্স প্যাকস অ্যাবসেরপ্রশংসা করেন বহু নেটিজেনরা।

Advertisement

ছবির নীচে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংহ মন্তব্য করেন, “ওহ্, আমার ফিটনেস আইডল।”

Advertisement

Sun soaking with @virat.kohli and the team 🌊🌊

A post shared by jasprit bumrah (@jaspritb1) on

আরও পড়ুন: চার না পাঁচ, আজ ক’জন বোলার নিয়ে নামবেন বিরাট?

অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপ অভিযান শুরু করবে বিরাটবাহিনী। টেস্ট র‍্যাঙ্কিং-এ আপাতত প্রথম স্থানে রয়েছে ভারত। এরপরেই রয়েছে অস্ট্রেলিয়া। আগামী দু’ বছর ধরে মোট ৯টি দল ২৭টি সিরিজে খেলবে ৭১টি টেস্ট।

আরও পড়ুন: ওপেন করুক রোহিত শর্মাই, মত সৌরভের​

চলতি মাসেই ক্যারিবিয়ান সফরে টি২০ সিরিজ এবং ওয়ান ডে দু’টি সিরিজই জিতে নেয় বিরাটরা। আজ, অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে কেমন খেলেন বিরাটরা সে দিকেই নজর রয়েছে ভারতীয় ক্রিকেট মহলের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement