ফের যুবির নিশানায় নির্বাচকরা। — ফাইল চিত্র।
সূর্যকুমার যাদবকে কেন জাতীয় দলে সুযোগ দেওয়া হচ্ছে না? ভারতের বর্ষীয়ান অফ স্পিনার হরভজন সিংহ জাতীয় নির্বাচকদের একহাত নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। বন্ধুর পোস্ট দেখে দেশের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংহ নির্বাচকদের এক হাত নিয়ে বলেন, ‘‘বন্ধু, তোমাকে আগেই বলেছি। ভারতীয় দলের চার নম্বর পজিশনের জন্য কাউকেই দরকার নেই। টপ অর্ডার দারুণ শক্তিশালী।’’
দিন কয়েক আগেই পঞ্জাবতনয় ভারতীয় টিম ম্যানেজেমেন্টের বিরুদ্ধে বিস্ফোরণ ঘটিয়েছিলেন। এক সাক্ষাৎকারে যুবি বলেছিলেন, নানা অজুহাত বার করে তাঁকে দল থেকে বাদ দিতে দিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেই যুবি এ বার ঘুরিয়ে নির্বাচকদের কটাক্ষ করলেন।
বিশ্বকাপের আগে থেকে চার নম্বর পজিশন নিয়ে ধাঁধায় জাতীয় দলের নির্বাচকরা। বিশ্বকাপ শেষ হয়ে গেলেও চার নম্বর সমস্যার সমাধান হয়নি এখনও। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি টোয়েন্টি সিরিজেও প্রত্যাশাপূরণ করতে পারেননি ঋষভ পন্থ। চার নম্বর পজিশনের জন্য সূর্যকুমার যাদবকে উপযুক্ত ব্যাটসম্যান বলে মনে করেন ভাজ্জি। অথচ নির্বাচকরা তাঁকে উপেক্ষা করছেন। সেই কারণেই ভাজ্জি সোশ্যাল মিডিয়ায় সূর্যকুমারের জন্য গলা ফাটিয়েছিলেন।
আরও পড়ুন- প্রত্যাবর্তন কি ঘটছে অশ্বিন-ঋদ্ধির? দেখে নিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে ভাল খেলছেন মুম্বইয়ের সূর্যকুমার। বিজয় হাজারে ট্রফিতে ছত্তিশগড়ের বিরুদ্ধে ৩১ বলে ৮১ রান করেন সূর্য যাদব। এর পরেই ভাজ্জি সূর্যকুমারের উদ্দেশে লেখেন, ‘‘জানি না কেন ঘরোয়া ক্রিকেটে রানের পর রান করলেও সূর্যকুমারকে ডাকা হয় না। সূর্যকুমার কঠিন পরিশ্রম করতে থাকো। নিশ্চয় তুমি ডাক পাবে।’’
ভাজ্জির এ হেন টুইট দেখার পরেই যুবি আক্রমণ করেন দেশের নির্বাচকদের।
আরও পড়ুন- বেঙ্গালুরু নয়, আইপিএল ২০২০ নিলাম হবে কলকাতায়