Cricket

আমি ওর বল বুঝতেই পারতাম না, কার সম্পর্কে বললেন যুবরাজ

তাঁর স্পিন সামলাতে বেগ পেতে হত যুবিকে। ক্রিকেট ছাড়ার পরে স্বীকারোক্তি ২০১১ সালের মহানায়কের।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২০ ১৪:০৯
Share:

ছন্দে থাকলে যুবিকে থামানো কঠিন ছিল। —ফাইল চিত্র।

বিশ্বের ভয়ঙ্কর বোলাররা তাঁকে বল করতে ভয় পেতেন। কিন্তু তিনি, যুবরাজ সিংহ কাকে সামলাতে বেগ পেতেন?

Advertisement

২০১১ বিশ্বকাপের মহানায়ক রহস্য ফাঁস করে জানিয়েছেন, শ্রীলঙ্কার কিংবদন্তি অফস্পিনার মুথাইয়া মুরলীথরনের ঘূর্ণির কোনও হদিশ পেতেন না যুবি।

শোয়েব আখতার, অ্যালান ডোনাল্ড-সহ একাধিক বোলারকে সামলালেও মুরলীর স্পিন খেলতে বেশি সমস্যায় পড়তে হয়েছিল যুবরাজকে।

Advertisement

আরও পড়ুন: ছোট করে হলেও হোক আইপিএল, চাইছে এই ফ্র্যাঞ্চাইজি

এক সাক্ষাৎকারে বাঁ হাতি ব্যাটসম্যান বলেছেন, ‘‘মুরলীর বিরুদ্ধে খেলতে আমাকে ভুগতে হয়েছিল। ওর বল ভাল করে বুঝতেই পারতাম না। গ্লেন ম্যাকগ্রারও বেরিয়ে যাওয়া ডেলিভারি আমাকে ঝামেলায় ফেলত। তবে ম্যাকগ্রার বিরুদ্ধে তো আমাকে বেশি খেলতে হয়নি। কারণ, টেস্ট ম্যাচে আমি বাইরে বসে সিনিয়র ক্রিকেটারদের উৎসাহ দিতাম।’’

পরে সচিন তেন্ডুলকরের পরামর্শে মুরলী-ধাঁধার সমাধান করতে পারেন যুবরাজ। যুবিকে কী পরামর্শ দিয়েছিলেন ‘মাস্টার ব্লাস্টার’?

আরও পড়ুন: করোনা যুদ্ধে নিজের বিশ্বকাপ জেতা শার্ট নিলামে তুলছেন বাটলার

যুবরাজ বলেন, ‘‘মুরলীকে সুইপ মারতে বলেছিল সচিন।’’ শ্রীলঙ্কার অফ স্পিনারের বিরুদ্ধে নামলে সচিনের পরামর্শ অক্ষরে অক্ষরে মেনে চলার চেষ্টা করতেন যুবরাজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement