এখনও ব্যাটকে কথা বলাতে পারেন যুবি। —ফাইল চিত্র।
এ বারের বিগ ব্যাশ লিগে কি খেলতে যাবে যুবরাজ সিংহকে ? পঞ্জাবতনয়কে নিয়ে তেমনই সম্ভাবনা তৈরি হয়েছে। বিগ ব্যাশের দশম সংস্করণ শুরু হচ্ছে ৩ ডিসেম্বর। তা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এ বারের টুর্নামেন্টে খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন যুবি।
শেষ পর্যন্ত বাঁ হাতি অলরাউন্ডার যদি অস্ট্রেলিয়ার মাটিতে এই টুর্নামেন্টে খেলতে নেমে পড়েন, তা হলে ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে খেলার নজির গড়বেন তিনিই।
ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুমতি ছাড়া দেশের ক্রিকেটাররা বিদেশের কোনও টি টোয়েন্টি লিগে খেলতে পারেন না। অবসর নেওয়ার পরে বোর্ডের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট পাওয়ার পরেই কানাডার গ্লোবাল টি টোয়েন্টি টুর্নামেন্ট, আবু ধাবির টি ১০ টুর্নামেন্টে খেলেন যুবরাজ।
আরও পড়ুন: এত চাপমুক্ত আর কখনও ছিলাম না, বলছেন কোহালি
প্রাক্তন তারকার ম্যানেজার জেসন ওয়ার্ন জানিয়েছেন, ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনা চলছে যাতে যুবরাজ ক্লাবের হয়ে খেলতে পারেন। ক্রিকেট অস্ট্রেলিয়াও চায়, ভারতীয় ক্রিকেটাররা বিগ ব্যাশে খেলুক। তা টুর্নামেন্টের মান বাড়বে।