Cricket

বেশি করে ভারত-পাক দ্বৈরথ চান যুবরাজরা

‘‘আমরা ভালবেসে ক্রিকেট খেলি। কাদের বিরুদ্ধে খেলব, সেটা আমরা ঠিক করতে পারি না। শুধু এটুকু বলব,যত বেশি ভারত বনাম পাকিস্তানের ম্যাচ হবে, তত খেলাটার ভাল হবে।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২০ ০৩:৫৪
Share:

ফাইল চিত্র।

ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ যত হবে, তত ক্রিকেটেরই উপকার হবে। এই ধারণাই ওয়াঘার দুই পারের দুই প্রাক্তন ক্রিকেটারের। একজন ভারতের যুবরাজ সিংহ। অন্যজন, পাকিস্তানের শাহিদ আফ্রিদি।

Advertisement

একটি ওয়েবসাইটে যুবরাজ বলেছেন, ‘‘আমার এখনও মনে আছে ২০০৪, ২০০৬ এবং ২০০৮ সালে পাকিস্তানের সঙ্গে আমরা দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিলাম। এখন আর হয় না। তবে এ সব ব্যাপার তো আর আমাদের হাতে নেই।’’ যুবরাজ এও বলেন, ‘‘আমরা ভালবেসে ক্রিকেট খেলি। কাদের বিরুদ্ধে খেলব, সেটা আমরা ঠিক করতে পারি না। শুধু এটুকু বলব, যত বেশি ভারত বনাম পাকিস্তানের ম্যাচ হবে, তত খেলাটার ভাল হবে।’’

প্রায় একই কথা শোনা গিয়েছে আফ্রিদির মুখেও। তিনি বলেছেন, ‘‘আমার মনে হয়, ভারত-পাকিস্তানের মধ্যে কোনও সিরিজ হলে সেটা অ্যাশেজের চেয়েও আকর্ষণীয় হবে।’’ এর পরেই আফ্রিদির আফসোস, ‘‘তবে সেটা তো এখন আর হচ্ছে না। খেলাটার প্রতি সাধারণ মানুষের যে ভালবাসা আছে, সেখানে আমরা রাজনীতিকে ঢুকতে দিচ্ছি।’’ আফ্রিদির পরামর্শ, ‘‘দু’দেশকেই কিছু ব্যাপার ভুলে যেতে হবে। আর মুখোমুখি বসে সমস্যার সমাধান করতে হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement