ক্ষুব্ধ: ভারতীয় দলের বিরুদ্ধে অভিযোগ যুবরাজের। ফাইল চিত্র
নানা অজুহাত বার করে তাঁকে দল থেকে বাদ দিতে দিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন যুবরাজ সিংহ।
ভারতীয় দলের প্রাক্তন এই বাঁ-হাতি ব্যাটসম্যান এক টিভি চ্যানেলে বলেন, ‘‘আমাকে ইয়ো-ইয়ো পরীক্ষা দিতে বলে ওরা ভেবেছিল, বয়সের জন্য আমি ব্যর্থ হব। আর আমাকে ছেঁটে ফেলা সহজ হবে। বলা যেতেই পারে, আমাকে বাদ দেওয়ার জন্য অজুহাত খুঁজতে নেমে পড়েছিল ওরা।’’
এই বছরের শুরুতেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন যুবরাজ। এ দিন যুবি অভিযোগ করেন, তাঁকে দ্রুত অবসরের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যুবরাজ বলেছেন, ‘‘২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পরে আমি আট-ন’টা ম্যাচ খেলেছিলাম। তার মধ্যে দুটোয় ম্যাচের সেরা হয়েছিলাম। তার পরে ভাবিনি আমাকে বাদ পড়তে হবে।’’ সে সময়ের ঘটনা নিয়ে যুবরাজ বলেন, ‘‘ওই সময় আমি চোট পাই। তখন আমাকে বলা হয়, শ্রীলঙ্কা সিরিজের জন্য প্রস্তুতি নিতে। তার পরে হঠাৎ করে ইয়ো-ইয়ো পরীক্ষার ব্যাপারটা চলে আসে। আমার নির্বাচন নিয়ে জলঘোলা শুরু হয়। ৩৬ বছর বয়সে আমাকে ফিরে গিয়ে ইয়ো-ইয়ো পরীক্ষার জন্য তৈরি হতে বলা হয়। আর সেই পরীক্ষায় পাশ করার পরে বলা হয়, ঘরোয়া ক্রিকেট খেলতে।’’
যুবরাজের ধারণা, তাঁর সামনে নতুন নতুন চ্যালেঞ্জ খাড়া করে দেওয়া হত নিজেকে প্রমাণ করার জন্য। যুবরাজের দুঃখ যে, কেউ তাঁর সঙ্গে বসে দলের কী পরিকল্পনা, সেটা জানায়নি। শুধু এখানেই শেষ নয়। যুবরাজ এও অভিযোগ করেছেন, ক্রিকেট জীবনের শেষপ্রান্তে এসে পড়ার পরে জ়াহির খান বা বীরেন্দ্র সহবাগের মতো সিনিয়র ক্রিকেটারদের সঙ্গেও কোনও আলোচনা করা হত না। ভারতের জার্সিতে শেষ ম্যাচ যুবরাজ খেলেন ২০১৭ সালে, ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে।