যুবরাজ সিংহ কি ফিরছেন? মঙ্গলবার বেশি সময় ক্রিজে ছিলেন না। কিন্তু সেই চেনা ছন্দে পাওয়া গেল যুবরাজ সিংহকে। এদিন যখন তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাট করতে এলেন তখন প্যাভেলিয়নে ফিরে গিয়েছেন দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধবন। উল্টোদিকে শক্ত হাতে ভারতের ইনিংস সামলানোর চেষ্টা চালাচ্ছেন বিরাট কোহলি। তখনই এসে সেই ছক্কা হাঁকালেন যুবরাজ। ফিল্ডারদের মাথার উপর দিয়ে বল যখন বাউন্ডারি পেড়িয়ে গেল তখন দেখা ছাড়া আর কিছু করার ছিল না দিলশান, কুলাসেকরাদের। এভাবে একটা নয় তিনটি ছক্কা হাঁকালেন তিনি। সঙ্গে থাকল তিনটি বাউন্ডারিও।
৩০ রান করলেন বাউন্ডারি, ওভার বাউন্ডারিতেই। বাঁকি পাঁচ রান এল সিঙ্গলস, ডাবলসে। ১৮ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংস খেলে ভারতীয় ইনিংসে জয়ের দিকে এগিয়ে দিয়ে আউট হলেন তিনি। এই যুবরাজকেই দেখার জন্য এতদিন হয়তো অপেক্ষায় ছিলেন তাঁর ভক্তরা। এই যুবরাজকে দেখতেই আবার তাঁকে দলে ফিরিয়েছে বিসিসিআই। আরও একবার তিনি বুঝিয়ে দিলেন তাঁকে দলে নেওয়াটা একদমই ভুল ছিল না।
আরও খবর
শ্রীলঙ্কাকে পাঁচ উইকেটে হারিয়ে দিল ভারত