ইউসুফ পাঠান পরিচিত ‘হার্ডহিটার’ ব্যাটসম্যান হিসেবে। ছবি টুইটার থেকে নেওয়া।
মহেন্দ্র সিংহ ধোনি ও যুবরাজ সিংহ। এই দুই ব্যাটসম্যান দীর্ঘদিন ভারতীয় দলের মিডল অর্ডারে ভরসা জুগিয়েছেন। সেই দু’জন কে কেমন, ইনস্টাগ্রাম লাইভ সেশনে জানতে চাওয়া হয়েছিল বর্ষীয়ান ক্রিকেটার ইউসুফ পাঠানের কাছে।
ইরফান পাঠানের দাদা হতাশ করেননি। দিয়েছেন বুদ্ধিদীপ্ত উত্তর। হার্ডহিটার হিসেবে পরিচিত ইউসুফ একটা শব্দ ব্যবহার করেছেন ভারতীয় ক্রিকেটের দুই মহারথীকে বোঝানোর জন্য। তিনি ধোনিকে চিহ্নিত করেছেন ‘ক্লেভার’ হিসেবে। আর যুবরাজকে বলেছেন ‘রকস্টার’। ইউসুফের এই উত্তর বেশ জনপ্রিয় হয়েছে নেটদুনিয়ায়।
করোনাভাইরাসের প্রকোপে খেলার দুনিয়া এখন স্তব্ধ। ফলে, অধিকাংশ ক্রিকেটার ইনস্টাগ্রাম লাইভ সেশনে অংশ নিচ্ছেন। ইউসুফও সেই তালিকায় যোগ দিলেন। তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল শেন ওয়ার্নের নেতৃত্ব নিয়ে। ২০০৮ সালে ওয়ার্নের নেতৃত্বেই প্রথম আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস। সেই দলে ছিলেন ইউসুফ।
আরও পড়ুন: করোনাভাইরাসকে হারাতে প্রয়োজন ‘হ্যান্ড অব গড’, বললেন মারাদোনা
আরও পড়ুন: দলে ভারতের তিন, মাইক হাসি বেছে নিলেন ‘সেরা শত্রু একাদশ’
২০১০ সাল পর্যন্ত রাজস্থান রয়্যালস দলে ছিলেন ইউসুফ। সেই অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন, “আইপিএলে ওয়ার্নের নেতৃত্বে তিন বছর খেলেছি। অনেক স্মৃতি রয়েছে। ম্যাচের আগে বিপক্ষ ব্যাটসম্যানকে কী ভাবে আউট করতে হবে, তা নিয়ে ওয়ার্ন আমাদের গাইড করত। আমরা তা ম্যাচে প্রয়োগ করার চেষ্টায় থাকতাম। আর ব্যাটসম্যানরা প্রায়ই ওয়ার্নের বলে দেওয়া পথেই আউট হত। দুর্ভাগ্যের হল, তিন বছরের বেশি ওয়ার্নের নেতৃত্বে খেলতে পারিনি। কোনও বড় তারকা ছাড়াই আমরা প্রথম আইপিএলে ফাইনালে উঠেছিলাম। আর চ্যাম্পিয়নও হয়েছিলাম। দলে প্রচুর ভারতীয় ক্রিকেটার ছিল। আন্তর্জাতিক তারকা খুব বেশি ছিল না দলে। এই দল নিয়ে একমাত্র ওয়ার্নের মতো ক্যাপ্টেনই পারে চ্যাম্পিয়ন হতে।”