যশ ঢুলের দাপটে অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারিয়ে কাপ জয়ের হাতছানি ভারত অনূর্ধ্ব ১৯ দলের সামনে। দিল্লির যশ ছোট থেকেই ক্রিকেটকে ধ্যান জ্ঞান বানিয়ে ফেলেছিলেন। রাস্তায় যশকে শ্যাডো প্র্যাকটিস করতে দেখে অ্যাকাডেমিতে ভর্তি করার সিদ্ধান্ত নেন তাঁর মা নীলম।
বয়সভিত্তিক প্রতিযোগিতায় একের পর এক সাফল্য পেতে শুরু করেন। অনূর্ধ্ব ১৬ বিজয় মার্চেন্ট ট্রফিতে পঞ্জাবের বিরুদ্ধে অপরাজিত ১৮৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তবে বিভিন্ন সাফল্যের পিছনে যশের পরিবারের কৃতিত্ব রয়েছে। অতিমারির সময় বাড়ির ছাদে বাবার কাছে অনুশীলন করেন যশ।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলীয় বোলারদের উপরে দাপট দেখিয়ে শতরান করেছেন যশ। দেশকে বিশ্বকাপের ফাইনালে তুলে দিয়েছেন তিনি। শনিবার ভারতের সামনে ফাইনালে মুখোমুখি ইংল্যান্ড।