রোনাল্ডোর টুইট নিয়ে জল্পনা

উত্সবের মধ্যে নেইমার-জাভি প্রায় হাতাহাতি

লিওনেল মেসি সমর্থকদের আদরে ভাসছেন। ইউরোপ সেরার ট্রফি নিয়ে শহরের রাস্তায় সতীর্থ, সমর্থকদের সঙ্গে উৎসবে মাতছেন। চ্যাম্পিয়ন্স লিগ জিতে বার্সেলোনায় ফিরে সমর্থকদের জন্য করা হল ট্রফি প্যারেড। মেসি-নেইমার সহ প্রথম দলের বাকি তারকারা উপস্থিত ছিলেন। নায়কদের অভিনব ভাবে সংবর্ধনা জানাতে কাম্প ন্যুতে হল আতসবাজি প্রদর্শন। সঙ্গে তিনটে ট্রফিও রাখা ছিল। প্রথম দলের সবাইকে অন্য মেজাজে দেখা যায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ জুন ২০১৫ ০২:৫৫
Share:

মরসুমে তিনটি ট্রফি জিতেও যেন মেসি-নেইমার-সুয়ারেজের খিদে মিটছে না। ছবি: টুইটার।

লিওনেল মেসি সমর্থকদের আদরে ভাসছেন। ইউরোপ সেরার ট্রফি নিয়ে শহরের রাস্তায় সতীর্থ, সমর্থকদের সঙ্গে উৎসবে মাতছেন। চ্যাম্পিয়ন্স লিগ জিতে বার্সেলোনায় ফিরে সমর্থকদের জন্য করা হল ট্রফি প্যারেড।
মেসি-নেইমার সহ প্রথম দলের বাকি তারকারা উপস্থিত ছিলেন। নায়কদের অভিনব ভাবে সংবর্ধনা জানাতে কাম্প ন্যুতে হল আতসবাজি প্রদর্শন। সঙ্গে তিনটে ট্রফিও রাখা ছিল। প্রথম দলের সবাইকে অন্য মেজাজে দেখা যায়। পিকে এক দিকে যেমন নাচছিলেন। তাঁর সতীর্থ দানি আলভেজ আবার ‘ক্যাম্পিওনেস ক্যাম্পিওনেস’ চিত্কার করতে ব্যস্ত ছিলেন। ঐতিহাসিক ত্রিমুকুট নিজের পরিবারকে উত্সর্গ করলেন লুই সুয়ারেজ। নিজের ব্যক্তিগত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বার্সার বিতর্কিত স্ট্রাইকার পোস্ট করেন, ‘‘পরিবার আর বন্ধুদের ধন্যবাদ। ট্রফিটা তোমাদের উত্সর্গ করলাম।’’

Advertisement

উত্সবের মাঝে আবার ছড়িেয় পড়ল বিতর্কের রেশ। ঘটনাটা কী? টিমবাসে ট্রফি প্যারেডের সময় জাভির পা ধরে টেনে মজা করছিলেন নেইমার। এতটাই চটে যান জাভি যে ধাক্কা মারেন ‘ওয়ান্ডারকিড’-কে। গালিগালাজও করেন। আবার তাঁকে দূরে সরে যাওয়ার নির্দেশ দেন। পরিস্থিতি সামলাতে বাকি সতীর্থদের মধ্যস্থতা করতে হয়। নেইমার মুখে কিছু না বললেও বাকি সময়টা নাকি জাভির সঙ্গে কোনও কথা বলেননি। এ দিন গভীর রাতে ব্রিটিশ মিডিয়ায় এই খবর ছ়ড়ায়।

কয়েক বছর আগে আবার যিনি চেয়েছিলেন লিওনেল মেসিকে বিক্রি করে দিক বার্সা সেই জোহান ক্রুয়েফ এ দিন এলএম টেনের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। ‘‘জুভেন্তাসের বিরুদ্ধে মেসির জন্যই জিতল বার্সেলোনা। মাঝমাঠে এসে ও খেলাটা কী দুর্দান্ত পরিচালনা করল।’’

Advertisement

চ্যাম্পিয়নদের ঘরে ফেরা। ত্রিমুকুট জয়ী বার্সেলোনা দলের ট্রফি প্যারেড। ছবি: এএফপি

পাশাপাশি সোমবার রোনাল্ডোর একটি টুইট নিয়েও জল্পনা তুঙ্গে। টুইটে দু’জনের সঙ্গে আড্ডা দেওয়ার ঢঙে নিজের বসে থাকার ছবি পোস্ট করেছেন রোনাল্ডো। সঙ্গে লিখেছেন, ‘‘কাল দারুণ একটা খবর দেওয়ার আছে। তর সইছে না।’’ কী সেই খবর? সোশ্যাল মিডিয়ায় জল্পনা ছড়ায় হয়তো মাদ্রিদ ছাড়ার ইঙ্গিতই দিচ্ছেন তিনি?

রোনাল্ডো ক্লাব ছাড়ছেন কি না এখনও স্পষ্ট না হলেও বার্সেলোনা যে লুই এনরিকে-কে ছাড়ছে না সেটা স্পষ্ট হয়ে গেল। স্বয়ং ক্লাব প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমেউ বলেছেন, ‘‘আমি প্রেসিডেন্ট হলে প্রথম কাজটাই হবে এনরিকের চুক্তি বাড়ানো।’’ এ দিনই আবার বার্সায় সই করলেন সেভিয়ার ডিফেন্ডার আলেক্স ভিদাল। যদিও দলবদলের বাজারে নিষেধাজ্ঞা থাকায় জানুয়ারির আগে খেলতে পারবেন না ভিদাল।

ভিদাল এক সময় বার্সার অনূর্ধ্ব চোদ্দো দলের হয়ে খেলতেন। আবার নিজের পুরনো ক্লাবে স্বপ্নের প্রত্যাবর্তনে খুশি ভিদাল বলছেন, ‘‘বার্সেলোনায় ফিরতে পারা স্বপ্নপূরণের মতো। অনেক ট্রফি জিততে চাই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement