স্কট হেলসের কোমর প্রতিস্থাপনের জন্য অস্ত্রোপচারের সময় এমন কিছু হয়েছিল বলে মনে করা হচ্ছে। চিকিৎসক অঙ্কুর ফতরপেকর বলেন, “অস্ত্রপোচারের সময় যে কোনও রোগীর ধকল বেড়ে যায়। এই সময় নড়াচড়া হয় না বলে রক্ত জমাট বাঁধতে পারে। এটাকে বলে ডিপ ভেইন থ্রম্বোসিস। সেই জমাট বাঁধা রক্ত যদি শ্বাসযন্ত্রের আর্টারিতে প্রবেশ করে তা হলে ব্লক হতে পারে। এটাকে বলে পালমোনারি এম্বলিসম।”
—ফাইল চিত্র
৬৩ বছর বয়সে মৃত্যু হল স্কট হেলসের। ডব্লিউডব্লিউই তারকা হৃদ্রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। কোমরের অস্ত্রোপচার করাতে গিয়ে হৃদ্রোগে আক্রান্ত হন তিনি।
বিশেষজ্ঞদের মতে যে কোনও বড় অস্ত্রোপচারের সময় হৃদ্রোগের আশঙ্কা থেকেই যায়। আগে থেকে যদি রোগীর হৃদ্যন্ত্রে কোনও সমস্যা থেকে থাকে তা হলে সেই আশঙ্কা আরও বেড়ে যায়। চিকিৎসক অতুল মথুর বলেন, “যে কোনও বড় অস্ত্রোপচারের সময় অবশ করা হলে হৃদ্যন্ত্রে চাপ পড়ে। হৃদ্স্পন্দন বেড়ে যাওয়ার ফলে রক্তের চাপ বাড়ে এবং জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে। কারও যদি হৃদ্যন্ত্রে আগে থেকে সমস্যা থাকে তা হলে তাঁর ক্ষেত্রে হৃদ্রোগের সম্ভাবনা বেশি থাকে। রক্ত তরল করার ওষুধ দেওয়া হলে এই সমস্যা আরও বেড়ে যেতে পারে।”
স্কট হেলসের কোমর প্রতিস্থাপনের জন্য অস্ত্রোপচারের সময় এমন কিছু হয়েছিল বলে মনে করা হচ্ছে। চিকিৎসক অঙ্কুর ফতরপেকর বলেন, “অস্ত্রপোচারের সময় যে কোনও রোগীর ধকল বেড়ে যায়। এই সময় নড়াচড়া হয় না বলে রক্ত জমাট বাঁধতে পারে। এটাকে বলে ডিপ ভেইন থ্রম্বোসিস। সেই জমাট বাঁধা রক্ত যদি শ্বাসযন্ত্রের আর্টারিতে প্রবেশ করে তা হলে ব্লক হতে পারে। এটাকে বলে পালমোনারি এম্বলিসম।”
মথুর জানিয়েছেন, এই কারণেই অস্ত্রোপচারের আগে ৪০ বছরের বেশি বয়সি রোগীদের পরীক্ষা করে নেওয়া হয় তাঁরা সেই ধকল নিতে পারবেন কি না।