VVS Laxman

বিশ্ব টেস্ট ফাইনালে কোহলীদেরই এগিয়ে রাখলেন ভিভিএস লক্ষ্মণ

আগামী ১৮ জুন থেকে শুরু হতে চলেছে বিশ্ব টেস্টের ফাইনাল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৬ জুন ২০২১ ১১:৪০
Share:

কোহলীরা এগিয়ে, মত লক্ষ্মণের।

আগামী ১৮ জুন থেকে শুরু হতে চলেছে বিশ্ব টেস্টের ফাইনাল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই লড়াইয়ে এগিয়ে থাকবে ভারতই। এমনটাই মনে হচ্ছে ভিভিএস লক্ষ্মণের। ভারতের প্রাক্তন ব্যাটসম্যান মনে করছেন, দীর্ঘদিন ধরে ভাল ক্রিকেট খেলে যাওয়াই বিরাট কোহলীর দলকে আত্মবিশ্বাস জোগাবে।

Advertisement

এক সাক্ষাৎকারে লক্ষ্মণ বলেছেন, “দুটো দলই ভাল। কিন্তু আমার মনে হয়, দীর্ঘদিন ধরে ভারত টেস্টে যেরকম খেলে আসছে সেটা বিচার করলে ওরাই এগিয়ে থাকবে। সামনে যা বাধা এসেছে সেটাই ওরা অতিক্রম করেছে। অস্ট্রেলিয়া সিরিজের দিকে ফিরলেই দেখতে পাবেন। দলের অনেক প্রতিভা রয়েছে এবং ব্যাটিং লাইন-আপে গভীরতা রয়েছে।”

তবে ভারতের জয়ের ক্ষেত্রে টস গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে বলে মনে করেন লক্ষ্মণ। তাঁর মতে, প্রথমে যে দল ব্যাট করবে তাদেরই জেতার সম্ভাবনা বেশি। বলেছেন, “দুটো দলই সমান শক্তিশালী। আর সিরিজে একটিই ম্যাচ হওয়ায় যারা প্রথম ইনিংসে ভাল ব্যাট করবে তারাই বিপক্ষের থেকে এগিয়ে থাকবে এবং গোটা ম্যাচ শাসন করবে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement