ICC World Test Championship

৫৪ রান করে ফিরলেন কনওয়ে, দিনের শেষে দ্বিতীয় উইকেট হারাল নিউজিল্যান্ড

তৃতীয় দিনের শেষে ১১৬ রানে এগিয়ে ভারত। দুই ওপেনার কনওয়ে ও লাথামের উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২০ জুন ২০২১ ১৫:২১
Share:

আউট হয়ে ফিরলেন লাথাম ছবি রয়টার্স

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২০ জুন ২০২১ ২৩:০৫

মন্দ আলর কারণে শেষ তৃতীয় দিনের খেলা

দিনের শেষে কনওয়ে ও লাথাম দুই ওপেনারকে ফিরিয়ে কিছুটা লড়াইয়ে ফিরেছে ভারত। নিউজিল্যান্ড ১১৬ রানে পিছিয়ে।

শেষ আপডেট: ২০ জুন ২০২১ ২৩:০১

লেগ স্টাম্পের দিকে বল খেলতে গিয়ে আউট হন তিনি

মিড উইকেটে দাঁড়িয়ে থাকা শামি দারুণ ক্যাচ ধরেন। ২ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের রান ১০১

Advertisement
শেষ আপডেট: ২০ জুন ২০২১ ২২:৩৭

অর্ধ শতরান করে ফেললেন কনওয়ে।

দারুণ ছন্দে রয়েছেন কনওয়ে। ইংল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ খেলার পর ভারতের বিরুদ্ধেও দারুণ খেলছেন তিনি। ১০০ পেরোল নিউজিল্যান্ডের রান। 

শেষ আপডেট: ২০ জুন ২০২১ ২১:৫২

টম লাথামকে আউট করলেন অশ্বিন

ড্রাইভ মারতে গিয়ে এক্সট্রা কভারে বিরাটের হাতে ধরা পড়ে প্যাভেলিয়ানে ফিরতে হল লাথামকে। দারুণ ক্যাচ ভারত অধিনায়কের। ৭০ রানে প্রথম উইকেট হারাল নিউজিল্যান্ড। 

Advertising
Advertising
শেষ আপডেট: ২০ জুন ২০২১ ২১:৩৩

৩০ ওভার শেষেও অপরাজিত কনওয়ে ও লাথাম জুটি

ধীরে ধীরে উইকেটের সঙ্গে মানিয়ে নিয়ে ভারতের ওপর চাপ বাড়াচ্ছেন কনওয়ে ও লাথাম। ৩০ ওভার শেষে নিউজিল্যান্ডের রান ৫৭। 

শেষ আপডেট: ২০ জুন ২০২১ ২১:১৫

পঞ্চাশ পেরিয়ে গেল নিউজিল্যান্ড

কনওয়ে ও লাথামের দারুণ জুটি। পঞ্চাশ পেরল নিউজিল্যান্ড। চাপ বাড়ছে কোহলীদের ওপর।  নিউজিল্যান্ডের রান ৫৪। 

শেষ আপডেট: ২০ জুন ২০২১ ২১:০৬

ভারত এখনও নিউজিল্যান্ডের কোনও উইকেট ফেলতে পারেনি

ভাল বোল করেও লাভ হচ্ছে না উইকেট আখড়ে পড়ে আছেন কনওয়ে ও লাথাম। ২৫ ওভার শেষে রান ৪৩। 

শেষ আপডেট: ২০ জুন ২০২১ ২০:০৫

১৫ ওভার শেষে উইকেট হারায়নি নিউজিল্যান্ড

১৫ তম ওভারে অশ্বিনের হাতে বল দিলেন কোহলী। প্রথম ওভারে মেডেন অশ্বিনের। ২২ রান করেছে নিউজিল্যান্ড। 

শেষ আপডেট: ২০ জুন ২০২১ ১৯:৩৯

১০ ওভার শেষেও উইকেট পড়েনি নিউজিল্যান্ডের

১০ ওভার শেষে ১৯ রান। উইকেট খোয়ায়নি নিউজিল্যান্ড। তবে ভাল বল করছেন ভারতীয় বোলাররা।  

শেষ আপডেট: ২০ জুন ২০২১ ১৯:১৫

ব্যাটিং শুরু করেছে নিউজিল্যান্ড

৫ ওভার শেষে বিনা উইকেটে ১১ রান করেছে নিউজিল্যান্ড। উইকেটে রয়েছেন দুই ওপেনার ডেভন কনওয়ে ও টম লাথাম। 

শেষ আপডেট: ২০ জুন ২০২১ ১৮:৩৬ key status

জেমসনের দাপটে চালকের আসনে নিউজিল্যান্ড

ইতিমধ্যেই পাঁচ উইকেট নিয়ে ফেলেছে জেমিসন। পর পর দুই বলে ফেরালেন ইশান্ত ও বুমরাকে। ভারতের রান ৯ উইকেট হারিয়ে ২১৭। ক্রিজে আছেন মহম্মদ শামি ও জাডেজা।

শেষ আপডেট: ২০ জুন ২০২১ ১৮:১৭

মধ্যাহ্নভোজের পর শুরু হল খেলা

রোদ ওঠায় কিছুটা স্বস্তিতে ভারত। 

শেষ আপডেট: ২০ জুন ২০২১ ১৭:৪২

মধ্যাহ্নভোজের বিরতি, চাপে ভারত

মধ্যাহ্নভোজের আগেই সাত উইকেট খুইয়ে ফেলল ভারত। ক্রিজে রয়েছেন অশ্বিন, ইশান্ত শর্মা। 

শেষ আপডেট: ২০ জুন ২০২১ ১৭:২২

২০০ পার করেই অশ্বিনের উইকেট খোয়াল ভারত

টিম সাউদির বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরতে হল অশ্বিনকে। ভারত ৭ উইকেট হারিয়ে ২০৫।

শেষ আপডেট: ২০ জুন ২০২১ ১৭:০১

৮২ ওভারের শেষে ৬ উইকেটে ১৮২ রান ভারতের

নতুন বল নিল নিউজিল্যান্ড। উইকেটে আছেন অশ্বিন ও জাডেজা। 

শেষ আপডেট: ২০ জুন ২০২১ ১৬:৪৬

আউট অজিঙ্ক রহাণেও, ছয় উইকেট হারিয়ে চাপে ভারত

ওয়াগনরের বলে পুল করতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দিয়ে আউট হলেন অজিঙ্ক রহাণে। ক্রিজে এলেন রবিচন্দ্রন অশ্বিন।

শেষ আপডেট: ২০ জুন ২০২১ ১৬:২৪

৭৫ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৬১ রান ভারতের

কঠিন পরিস্থিতি ভারতের সামনে। লড়াই করছেন জডেজা ও রহাণে।

শেষ আপডেট: ২০ জুন ২০২১ ১৬:১৬ key status

আউট পন্থ

কোহলীর পরে টিকলেন না পন্থও। ফের ভারতের ঘাতক জেমিসন। স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন পন্থ।

শেষ আপডেট: ২০ জুন ২০২১ ১৬:১৫ key status

আউট হলেন বিরাট

জেমিসনের বলে এলবিডব্লিউ হলেন বিরাট। ডিআরএস নিয়েছিলেন। কিন্তু কোনও লাভ হল না।

শেষ আপডেট: ২০ জুন ২০২১ ১৫:৩৬ key status

শুরু হল খেলা

দ্বিতীয় দিনের খেলা যেখানে থেমেছিল, সেখান থেকেই তৃতীয় দিনের খেলা শুরু হল। ক্রিজে রয়েছেন কোহলী এবং রহাণে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement