আউট হয়ে ফিরলেন লাথাম ছবি রয়টার্স
দিনের শেষে কনওয়ে ও লাথাম দুই ওপেনারকে ফিরিয়ে কিছুটা লড়াইয়ে ফিরেছে ভারত। নিউজিল্যান্ড ১১৬ রানে পিছিয়ে।
মিড উইকেটে দাঁড়িয়ে থাকা শামি দারুণ ক্যাচ ধরেন। ২ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের রান ১০১
দারুণ ছন্দে রয়েছেন কনওয়ে। ইংল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ খেলার পর ভারতের বিরুদ্ধেও দারুণ খেলছেন তিনি। ১০০ পেরোল নিউজিল্যান্ডের রান।
ড্রাইভ মারতে গিয়ে এক্সট্রা কভারে বিরাটের হাতে ধরা পড়ে প্যাভেলিয়ানে ফিরতে হল লাথামকে। দারুণ ক্যাচ ভারত অধিনায়কের। ৭০ রানে প্রথম উইকেট হারাল নিউজিল্যান্ড।
ধীরে ধীরে উইকেটের সঙ্গে মানিয়ে নিয়ে ভারতের ওপর চাপ বাড়াচ্ছেন কনওয়ে ও লাথাম। ৩০ ওভার শেষে নিউজিল্যান্ডের রান ৫৭।
কনওয়ে ও লাথামের দারুণ জুটি। পঞ্চাশ পেরল নিউজিল্যান্ড। চাপ বাড়ছে কোহলীদের ওপর। নিউজিল্যান্ডের রান ৫৪।
ভাল বোল করেও লাভ হচ্ছে না উইকেট আখড়ে পড়ে আছেন কনওয়ে ও লাথাম। ২৫ ওভার শেষে রান ৪৩।
১৫ তম ওভারে অশ্বিনের হাতে বল দিলেন কোহলী। প্রথম ওভারে মেডেন অশ্বিনের। ২২ রান করেছে নিউজিল্যান্ড।
১০ ওভার শেষে ১৯ রান। উইকেট খোয়ায়নি নিউজিল্যান্ড। তবে ভাল বল করছেন ভারতীয় বোলাররা।
৫ ওভার শেষে বিনা উইকেটে ১১ রান করেছে নিউজিল্যান্ড। উইকেটে রয়েছেন দুই ওপেনার ডেভন কনওয়ে ও টম লাথাম।
ইতিমধ্যেই পাঁচ উইকেট নিয়ে ফেলেছে জেমিসন। পর পর দুই বলে ফেরালেন ইশান্ত ও বুমরাকে। ভারতের রান ৯ উইকেট হারিয়ে ২১৭। ক্রিজে আছেন মহম্মদ শামি ও জাডেজা।
মধ্যাহ্নভোজের আগেই সাত উইকেট খুইয়ে ফেলল ভারত। ক্রিজে রয়েছেন অশ্বিন, ইশান্ত শর্মা।
টিম সাউদির বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরতে হল অশ্বিনকে। ভারত ৭ উইকেট হারিয়ে ২০৫।
নতুন বল নিল নিউজিল্যান্ড। উইকেটে আছেন অশ্বিন ও জাডেজা।
ওয়াগনরের বলে পুল করতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দিয়ে আউট হলেন অজিঙ্ক রহাণে। ক্রিজে এলেন রবিচন্দ্রন অশ্বিন।
কঠিন পরিস্থিতি ভারতের সামনে। লড়াই করছেন জডেজা ও রহাণে।
কোহলীর পরে টিকলেন না পন্থও। ফের ভারতের ঘাতক জেমিসন। স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন পন্থ।
জেমিসনের বলে এলবিডব্লিউ হলেন বিরাট। ডিআরএস নিয়েছিলেন। কিন্তু কোনও লাভ হল না।