rainfall

WTC Final: সোমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল বৃষ্টিতে ভেস্তে যাওয়ার আশঙ্কা

ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্যে দুঃসংবাদ থাকছে সোমবারেও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২১ জুন ২০২১ ১২:৫৫
Share:

এই দৃশ্য দেখা যেতে পারে সোমবারেও। ছবি রয়টার্স

ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্যে দুঃসংবাদ থাকছে সোমবারেও। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের চতুর্থ দিনও বৃষ্টিতে ভেস্তে যাওয়ার আশঙ্কা থাকছে। ব্রিটেনের আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, সোমবার সারাদিন ধরেই বৃষ্টি চলবে। দুপুরের পর থেকে বেগ কমতে পারে। কিন্তু মেঘে ঢাকা থাকবে।

Advertisement

দিনটা যে খারাপ যেতে চলেছে, এটা বোঝা গিয়েছিল দীনেশ কার্তিকের টুইটেই। সোমবার সকালেই তিনি মেঘলা আকাশের ছবি পোস্ট করে লেখেন, ‘দিনটা মোটেই সুবিধের ঠেকছে না’। পরে আবহাওয়া দফতরের পূর্বাভাসেও একই জিনিস জানানো যায়।

ফাইনালের প্রথম দিন, অর্থাৎ শুক্রবার একটি বলও খেলা হয়নি। শনিবার তৃতীয় সেশন মন্দ আলোর জন্য ভেস্তে যায়। রবিবার দেখা গিয়েছিল সূর্যের আলো। সেই সুযোগ চুটিয়ে উপভোগ করেছে দু’দলই। পুরো সময়ই খেলা হয়েছে। মাঝে একবারই শুধু কয়েক মিনিটের জন্য খেলা থেমেছিল। সোমবার শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement