Ross Taylor

ভারতের বিরুদ্ধে খেলতে নেমে হঠাৎই অস্ট্রেলিয়ার নেথান লায়নের উপরে হিংসে হচ্ছে রস টেলরের

সোমবার বিশ্ব টেস্ট ফাইনালের চতুর্থ দিনে কেন উইলিয়ামসনকে নিয়ে ব্যাট করতে নামবেন টেলর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ জুন ২০২১ ১০:৪৯
Share:

রস টেলর। ফাইল ছবি

শততম টেস্ট খেলতে নেমেছিলেন ভারতের বিরুদ্ধে। কিন্তু বিপক্ষের ক্রিকেটারদের কাছ থেকে সই করা জার্সি পাননি। সে কারণে মন খারাপ রস টেলরের। একই কারণে নেথান লায়নকে হিংসে করেন তিনি। কারণ শততম টেস্ট খেলার সময় লায়ন ভারতীয়দের সই করা জার্সি পেয়েছিলেন।

Advertisement

চলতি বছরের জানুয়ারিতে ব্রিসবেনে শততম টেস্ট খেলতে নেমেছিলেন লায়ন। সেই মুহূর্ত স্মরণীয় করে রাখতে তাঁকে সই করা একটি জার্সি উপহার দেন সেই দলের অধিনায়ক অজিঙ্ক রহাণে। ভারত সেই ম্যাচে জিতেছিল। কিন্তু তারও আগে, অর্থাৎ ২০২০-র শুরুর দিকে ওয়েলিংটনে যখন ভারতের বিরুদ্ধে শততম টেস্ট খেলতে নেমেছিলেন টেলর, তখন তাঁকে কোনও জার্সি দেওয়া হয়নি।

সেকথা মনে করে এক পডকাস্টে টেলর বলেছেন, “গত বছর শততম টেস্ট খেলেও জার্সি পাইনি। তাই নেথানকে দেখে একটু হিংসে হচ্ছে। আমরা দু’জনেই একে অপরের বিরুদ্ধে আগে দু’একটা সিরিজ খেলেছি। কিন্তু নেথানকে জার্সি পেতে দেখে হিংসে হয়েছিল।”

Advertisement

সোমবার বিশ্ব টেস্ট ফাইনালের চতুর্থ দিনে কেন উইলিয়ামসনকে নিয়ে ব্যাট করতে নামবেন টেলর। তিনি শূন্য রানে অপরাজিত রয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement