রোহিত শর্মা ও ট্রেন্ট বোল্ট। ফাইল চিত্র।
মুম্বই ইন্ডিয়ান্সের অনুশীলনে রোহিত শর্মার সঙ্গে ট্রেন্ট বোল্টের শীতল যুদ্ধ চলত। নেটে নতুন বল হাতে পেয়ে সুইং করিয়ে রোহিতের প্যাডে আঘাত করতেন বোল্ট। এগিয়ে এসে বলতেন, ‘‘টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও এ রকমই হবে। তৈরি থেকো।’’
মঙ্গলবার স্টার স্পোর্টস আয়োজিত এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে তা ফাঁস করলেন প্রাক্তন নিউজ়িল্যান্ড পেসার শেন বন্ড, যিনি আবার আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলের বোলিং কোচও। উপস্থিত ছিলেন ভিভিএস লক্ষ্মণ, ইয়ান বিশপও। লক্ষ্মণ মনে করেন, ভারতীয় দল অনেক বেশি শক্তিশালী। ব্যাটিং ও বোলিং বিভাগে ভারসাম্যও অনেক বেশি। কিন্তু বন্ডের ধারণা, ইংল্যান্ডের পরিবেশের সঙ্গে ইতিমধ্যে ভাল মানিয়ে নিয়েছে তাঁর দেশ। লক্ষ্মণ বলছিলেন, ‘‘দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রোহিত যে ছন্দে ছিল, সেটা যদি ইংল্যান্ডে ধরে রাখতে পারে, তা হলে চিন্তার কিছু থাকবে না। রোহিতকে শুধু খেয়াল রাখতে হবে ওর অফস্টাম্প কোথায়।’’
শেন বন্ডও এই বহুচর্চিত দ্বৈরথের অপেক্ষায় রয়েছেন। বলেছেন, ‘‘মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে দু’জনের মধ্যে ঠান্ডা লড়াই চলত। আমি মনে করি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পাঁচ পেসার খেলাবে নিউজ়িল্যান্ড। ভারত প্রথমে ব্যাট করবে এবং আমাদের পেসাররা উড়িয়ে দেবে ওদের।’’ লক্ষ্মণ তাঁকে থামিয়ে বলেন, ‘‘মনে রেখো, ভারত কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে অনভিজ্ঞ দল নিয়েও টেস্ট সিরিজ জিতে ফিরেছে। ওদের হাল্কা ভাবে নিলে ভুল করবে।’’