বাবা হলেন ঋদ্ধিমান সাহা।—ছবি সোশ্যাল মিডিয়া থেকে।
দ্বিতীয় সন্তানের বাবা হলেন ঋদ্ধিমান সাহা। কন্যা ছিল। শুক্রবার সন্ধ্যায় এক বেসরকারি হাসপাতালে ছেলের জন্ম দিলেন ঋদ্ধির স্ত্রী রোমি।
বৃহস্পতিবার নিউজিল্যান্ড থেকে কলকাতায় ফিরেছেন ঋদ্ধি। সেখানে কোনও টেস্টেই খেলেননি তিনি। হতাশা, যন্ত্রণা যা-ই থাক না কেন মনে, তা মুছে যাচ্ছে এই সুখবরে।
শুক্রবারই রঞ্জি ফাইনাল খেলতে রাজকোটে উড়ে গিয়েছে অভিমন্যু ঈশ্বরনের বাংলা। ঋদ্ধিও খেলবেন ফাইনালে। কিন্তু তিনি এ দিন যাননি। সন্ধ্যায় ছেলের জন্মের পর সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন তিনি। জানা গিয়েছে, মা ও ছেলে উভয়েই সুস্থ আছেন।
আরও পড়ুন: দলে তিন ভারতীয়, সর্বকালের সেরা টেস্ট দল বেছে নিলেন হরভজন
আরও পড়ুন: নতুন নির্বাচক প্রধান সুনীল জোশী আইপিএলে খেলেছেন বিরাটের সঙ্গেও! জানতেন?