Geeta Phogat

Geeta Phogat: ফের আখড়ায় ফিরছেন, অন্তঃসত্ত্বা হওয়ার পরে দেড় বছরে ৩৫ কেজি ঝরিয়েছেন দঙ্গলকন্যা

গীতার সব থেকে ভাল ফল ৫৫ কেজি বিভাগে। ২০১০ সালের কমনওয়েলথ গেমসে সোনা, ২০১২ সালের বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ এসেছে এই বিভাগেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২১ ১৭:৪৬
Share:

আখড়ায় নামতে তৈরি গীতা ফোগত ছবি: টুইটার থেকে।

২০১৮ সালে শেষ বার কুস্তির রিংয়ে দেখা গিয়েছিল তাঁকে। তার পরে দীর্ঘ সময় আখড়ার বাইরে ছিলেন ভারতের হয়ে কমনওয়েলথ গেমসে প্রথম সোনাজয়ী গীতা ফোগত। মাঝে বিয়ে হয়েছে গীতার। ২০১৯ সালের ডিসেম্বরে সন্তানের জন্ম দিয়েছেন। সেই সময়ে ওজন অনেকটাই বেড়ে গিয়েছিল তাঁর। গত দেড় বছরে ৩৫ কেজি ওজন কমিয়েছেন দঙ্গলকন্যা। ফের আখড়ায় নামতে চলেছেন তিনি।

Advertisement

বৃহস্পতিবার থেকে উত্তরপ্রদেশের গোন্দায় হতে চলা জাতীয় কুস্তি প্রতিযোগিতায় নামার সুযোগ পেয়েছেন গীতা। সেখানে ৫৯ কেজি বিভাগে নামবেন তিনি। তার আগে গীতা সংবাদমাধ্যমকে বলেন, ‘‘সন্তানের জন্ম দেওয়ার সময় আমার ওজন ৯৩-৯৪ কেজি ছিল। কিন্তু কুস্তি থেকে দূরে থাকা অসম্ভব। অন্তঃসত্ত্বা অবস্থাতেও আমি ভেবেছি কী ভাবে আখড়ায় ফিরব। গত দেড় বছরে ৩৫ কেজি ওজন কমিয়েছি।’’

সন্তানের জন্ম দেওয়ার পরেই ওজন কমানোর জন্য কঠিন পরিশ্রম শুরু করেন গীতা। তিনি বলেন, ‘‘কুস্তিতে অনেক ক্ষণ ধরে খেলার ক্ষমতা ও ক্ষিপ্রতা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ছোট থেকে কঠোর পরিশ্রমের ফলে খেলার ক্ষমতার অভাব কোনও দিন ছিল না। কিন্তু ক্ষিপ্রতা ফিরে পাওয়া খুব কঠিন ছিল।’’

Advertisement

গীতার সব থেকে ভাল ফল ৫৫ কেজি বিভাগে। ২০১০ সালের কমনওয়েলথ গেমসে সোনা, ২০১২ সালের বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ এসেছে এই বিভাগেই। কিন্তু এই মুহূর্তে ৫৫ কেজি বিভাগে ফিরতে চান না গীতা। বরং তাঁর লক্ষ্য ৫৭ কেজি বিভাগে নামা। তিনি বলেন, ‘‘২০২৪ সালের প্যারিস অলিম্পিক্স আমার লক্ষ্য। সেখানে ৫৭ কেজি বিভাগে নামতে চাই। ৬২ কেজি বিভাগে আমার বোন সঙ্গীতা ফোগত নামবে। ৫৭ কেজি বিভাগে অংশু মালিক ও সরিতা মোর খেলবে। তাই আমাকে ওদের বিরুদ্ধে লড়াই করতে হবে। ফের আমি দেশের হয়ে নামতে চাই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement