ICC World Test Championship

মাথায় করোনা, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে আগেই ইংল্যান্ড চলে যেতে পারেন কোহলীরা

ভারত এবং নিউজিল্যান্ডের ক্রিকেটারদের ব্যক্তিগত বিমানে ইংল্যান্ড যাওয়ার কথা ছিল আইপিএল-এর পর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ মে ২০২১ ১০:২৮
Share:

ইংল্যান্ড যাওয়ার আগে দল ঘোষণাও করে দিতে হবে ভারতীয় বোর্ডকে। —ফাইল চিত্র

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে মে মাসেই ইংল্যান্ড পাড়ি দিতে পারে ভারতীয় দল। ১৮ জুন থেকে শুরু হওয়ার কথা ফাইনাল। জুন মাসের প্রথম সপ্তাহে যাওয়ার কথা ছিল ভারতীয় দলের। করোনার কথা মাথায় রেখে মে মাসের শেষের দিকেই বিরাট কোহলীরা চলে যেতে পারেন বলে মনে করা হচ্ছে।

Advertisement

ভারত এবং নিউজিল্যান্ডের ক্রিকেটারদের ব্যক্তিগত বিমানে ইংল্যান্ড যাওয়ার কথা ছিল আইপিএল-এর পর। তবে বিভিন্ন দলের একাধিক সদস্য করোনা আক্রান্ত হওয়ায় অনির্দিষ্ট সময়ের জন্য আইপিএল স্থগিত হয়ে যায়। ভারতীয় বোর্ডের পক্ষ থেকে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এবং ইংল্যান্ড সরকারের সঙ্গে কথা বলছে যাতে করোনার কারণে বিধিনিষেধ থাকলেও কোহলীরা সেই দেশে যেতে পারেন।

২৩ এপ্রিল থেকে ভারতের কোনও বিমান ইংল্যান্ডে ঢুকতে পারছে না। সেই দেশের সরকার ভারতকে লাল তালিকা ভুক্ত করেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডকে আগে থেকে দলের প্রত্যেক সদস্যর সম্পর্কে বিশদে জানাতে হবে ইংল্যান্ডের সরকারকে। ১৪ দিনের জন্য নিভৃতবাসে যেতে হবে কোহলীদের। তবে ভারতীয় বোর্ড চেষ্টা করছে সেই সময়ের মধ্যে যাতে অনুশীলন করতে পারেন ক্রিকেটাররা। ইংল্যান্ডের বিমান ধরার আগেই কোহলীদের নিভৃতবাসে থাকতে হবে। ইংল্যান্ড যাওয়ার আগে দল ঘোষণাও করে দিতে হবে বোর্ডকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement